
মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকি। রাজশাহী ওয়ারিয়র্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিট আগে মাঠেই লুটিয়ে পড়েন জাকি। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
জাকিকে লুটিয়ে পড়তে দেখে দলের কর্মী এবং চিকিৎসা কর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন (CPR) দেন, এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে আল হারামাইন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 'মৃত' বলে ঘোষণা করেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জাকির কোন সমস্যা ছিল না
এই আকস্মিক ঘটনা স্টেডিয়ামে উপস্থিত সকলকে হতবাক করে দিয়েছে। ঢাকা দলের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার আগে জাকি কোনও স্বাস্থ্যগত সমস্যার কথা জানাননি। শনিবার ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকি স্টেডিয়ামে পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিপিএলের বেশ কয়েকটি দলের খেলোয়াড়রা সিলেটের একটি হাসপাতালে ছুটে যান।
আল হারামাইন হাসপাতালে আসা ক্রিকেটারদের মধ্যে সিলেট টাইটানস, নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালসের খেলোয়াড়রাও ছিলেন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর জাকি তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী বলেছে?
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, 'বিসিবি গেম ডেভেলপমেন্টের স্পেশালিস্ট পেস বোলিং কোচ মাহবুব আলি জাকির মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। তিনি আজ সিলেটে মারা গিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।'
একজন প্রাক্তন ফাস্ট বোলার, জাকি জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও অংশগ্রহণ করেছিলেন এবং আবাহনী এবং ধানমন্ডির মতো শীর্ষস্থানীয় ক্লাবের হয়ে খেলেছিলেন। তাঁর খেলোয়াড়ি জীবনের পর, মাহবুব আলি জাকি কোচিং এবং খেলোয়াড় উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি ২০০৮ সালে বিসিবিতে একজন হাই পারফরম্যান্স কোচ হিসেবে যোগ দেন। বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।