Advertisement

India vs Australia Nitish Reddy: হাফ সেঞ্চুরি করে 'ঝুকে গা নহি', পুষ্পা সেলিব্রেশনে মন জিতলেন রেড্ডি

টেস্ট কেরিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি করে পুষ্পা সেলিব্রেশন। নীতিশ কুমার রেড্ডি শুধু ভারতীয় দলের ফলো অন বাঁচালেন না। চতুর্থ টেস্টে ভারতীয় দলের মনোভাবও স্পষ্ট করে দিলেন। ২২১ রানে ৭ উইকেট হারানোর পর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটি গড়ে টিম ইন্ডিয়াকে বাঁচালেন রেড্ডি। তবে চর্চায় হাফ সেঞ্চুরি করার পর রেড্ডির সেলিব্রেশন।

nitish reddynitish reddy
Aajtak Bangla
  • মেলবোর্ন,
  • 28 Dec 2024,
  • अपडेटेड 9:30 AM IST

টেস্ট কেরিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি করে পুষ্পা সেলিব্রেশন। নীতিশ কুমার রেড্ডি শুধু ভারতীয় দলের ফলো অন বাঁচালেন না। চতুর্থ টেস্টে ভারতীয় দলের মনোভাবও স্পষ্ট করে দিলেন। ২২১ রানে ৭ উইকেট হারানোর পর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে জুটি গড়ে টিম ইন্ডিয়াকে বাঁচালেন রেড্ডি। তবে চর্চায় হাফ সেঞ্চুরি করার পর রেড্ডির সেলিব্রেশন।

কী করলেন নীতিশ রেড্ডি?
ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটার কঠিন সময় ভারতীয় দলের হাল ধরেন। ফলো অনের ভয় যখন ঘিরে ধরছিল ভারতীয় দলকে তখনই ঢাল হয়ে দাঁড়ান নীতিশ। সঙ্গী ওয়াশিংটন সুন্দর। হাফ সেঞ্চুরি করার পর, নীতিশের সেলিব্রেশন ছিল দেখার মতো। পুষ্পা সেলিব্রেশনে মন জিতে নেন তিনি। ব্যাট দিয়েই অল্লু অর্জুনের মতো, 'ঝুকে গা নেহি' ঢঙে ভারতীয় দলের মনোভাবটাও বুঝিয়ে দিলেন তিনি। রোহিত শর্মারা অনেকটা পিছিয়ে থাকলেও, হাল ছাড়তে নারাজ ভারতীয় দল। তেমনটাই বুঝিয়ে দিলেন এই ব্যাটার।

একটা বড় পার্টনারশিপ যখন দরকার ছিল ভারতীয় দলের, সেই সময়েই কাজের কাজ করে যান এই জুটি। বর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে রেড্ডির দলে জায়গা পাওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। তবে জায়গা পেয়ে বল হাতে না হলেও ব্যাট হাতে নিজের জাত চেনালেন নীতিশ। 

রেকর্ড গড়লেন রেড্ডি
মেলবোর্নে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নীতীশ রেড্ডি। টেস্ট কেরিয়ারে এটি নীতীশের প্রথম হাফ-সেঞ্চুরি। সঙ্গত কারণেই এটি নীতীশের সব থেকে বেশি রানের ব্যক্তিগত টেস্ট ইনিংস। উল্লেখযোগ্য বিষয় হল, মেলবোর্নে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকানোর দিনে নীতীশের বয়স ২১ বছর ২১৪ দিন। মেলবোর্নে নীতীশ ব্যাট করতে নামেন ৮ নম্বরে। উল্লেখযোগ্য বিষয় বল, মেলবোর্নে ৭ নম্বরে বা তারও পরে ব্যাট করতে নেমে আর কোনও ব্যাটার এত কম বয়সে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকায়নি। অর্থাৎ, সব থেকে কম বয়য়ী ব্যাটার হিলেবে মেলবোর্নে ৭ বার তারও পরে ব্যাট করে অর্ধশতরানের গণ্ডি টপকানোর সর্বকালীন রেকর্ড গড়েন নীতীশ রেড্ডি।    

Advertisement

রেড্ডি ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার কেন ভিলজোয়েনের ৯৩ বছর আগের রেকর্ড। ১৯৩১ সালে ভিলজোয়েন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টের লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন ২১ বছর ২৩১ দিন বয়সে। তারও আগে ১৮৮৫ সালে ইংল্যান্ডের জনি ব্রিগস এমন কৃতিত্ব অর্জন করেন ২২ বছর ৯০ দিন বয়সে।

Read more!
Advertisement
Advertisement