Champions Trophy 2025: আর কয়েক দিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। তার আগে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফটোশ্যুট হল। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকেও (Rohit Sharma)দেখা গেল সেই ফটোশ্যুটে। ছিলেন সচিন তেন্ডুলকার, সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রী। গোটা অনুষ্ঠানটির দায়িত্বে ছিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।
রোহিতের যে ভিডিও ভাইরাল
এ যাবত্ সব কিছু ঠিক। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফটোশ্যুটে একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেল। চ্যাম্পিয়ন্স ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চাইলেন না অধিনায়ক রোহিত শর্মা। ফটোশ্যুটের সময় সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রী দুজনেই রোহিতকে আমন্ত্রণ জানান ট্রফির পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু দেখা গেল, রোহিত নম্রভাবে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন। তারপর গাভাস্কার, সচিন ও রবি শাস্ত্রীকে বললেন, আপনারা ট্রফির পাশে দাঁড়ান। আমি সাইডে দাঁড়াচ্ছি। ভারতীয় অধিনায়কের এই ব্যবহার ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। রোহিতকে দেখা গেল, একেবারে বাঁ দিক ঘেঁষে দাঁড়ালেন।
'আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিতে'
যদিও ভাষণের সময় রোহিতকে বেশ আত্মবিশ্বাসী দেখাল। বললেন, 'আমরা আরও একটি টুর্নামেন্টের পথে। আমি নিশ্চিত, আমরা যখন দুবাই পৌঁছব, দেশের ১৪০ কোটি মানুষের শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকবে। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে আবার ওয়াংখেড়েতে ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করব।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ জনের ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। সহ অধিনায়ক শুভমন গিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ শামি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা।
এবারের টুর্নামেন্টে খেলবে মোট ৮টি টিম। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান। ফাইনাল ৯ মার্চ। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি। আর ভারত-পাকিস্তান ম্যাচ হবে ২৩ ফেব্রুয়ারি।