নতুন করে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) নিয়ে শুরু হল জটিলতা। পাকিস্তানে (Pakistan) ভারতের (India) খেলতে না যাওয়া নিয়ে, বিতর্ক আগেই ছিল। এবার ইংল্যান্ডের (England Cricket Team) দাবি নিয়ে নতুন করে শুরু হল সমস্যা। যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (England Cricket Board) দাবি, দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও, আইসিসি (ICC) ইভেন্টে রশিদ খানদের (Rashid Khan) বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড।
তালিবানি ফতোয়ায় নিন্দা গোটা বিশ্বে
আফগানিস্তানে তালিবান সরকার সম্প্রতি মহিলাদের জন্য যে আইন চালু করেছে সেটার নিন্দা হয়েছে গোটা বিশ্বে। মেয়েদের বিভিন্ন খেলা থেকে আগেই বাদ দিয়েছে আফগান সরকার। এরপর তারা জানিয়েছে মহিলারা যেই ঘরে থাকবেন সেই ঘরে কোনও জানালা রাখা যাবে না। এর নিন্দা করে এবার ইংল্যান্ড ক্রিকেট দলকে আফগানিস্তানের বিরুদ্ধে না খেলার পরামর্শ দিলেন ইংল্যান্ডের ১৬০ জন সাংসদ।
কী জানাল ইসিবি?
সম্প্রতি ইংল্যান্ডের ১৬০ জন সাংসদ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে একটি চিঠি লেখেন, যেখানে বলা হয়েছে, তালিবানরা যে ভাবে মহিলাদের অধিকার কেড়ে নিচ্ছে, তার প্রতিবাদ করে ইংল্যান্ড ক্রিকেট দল আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা উচিত। এই চিঠি পাওয়ার পর ইসিবি পাল্টা জানিয়েছে তারা কোনও বয়কটের পথে হাঁটছে না। এই বিষয় নিয়ে ইসিবির চিফ এক্সিকিউটিভ রিচার্ড গোউল্ড বলেন, 'তালিবানের অধীনে আফগানিস্তানে মেয়েদের সঙ্গে যেই ব্যবহার করা হচ্ছে ইসিবি তার নিন্দা করে। আইসিসির সংবিধানে বলা আছে মেয়েদের ক্রিকেটের উন্নতির জন্য সব সদস্য দেশকে উদ্যোগ নিতে হবে। ইসিবি আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের পথে হাঁটেনি। তবে আইসিসি টুর্নামেন্টে এই পদক্ষেপ নেওয়া হবে না।'
আগেই সিরিজ বাতিল করেছিল দিল্লি
অতীতে তালিবানের সিদ্ধান্তের প্রতিবাদ করে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া। পাশাপাশি ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অংশগ্রহণ নিয়েও প্রতিবাদ হয়েছিল।