Advertisement

Champions Trophy 2025: পাকিস্তান দলের সিক্রেট ফাঁস করে দিলেন আফ্রিদি, বললেন...

Champions Trophy 2025: আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তানি দল। স্বাগতিক দল ছাড়াও এতে রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা আউট। যেখানে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফাইনাল খেলা হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে।

পাকিস্তান দলের সিক্রেট ফাঁস করে দিলেন আফ্রিদি, বললেন...পাকিস্তান দলের সিক্রেট ফাঁস করে দিলেন আফ্রিদি, বললেন...
Aajtak Bangla
  • দুবাই,
  • 17 Feb 2025,
  • अपडेटेड 11:46 PM IST

Champions Trophy 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হতে যাচ্ছে ১৯ ফেব্রুয়ারি, আর ফাইনাল ম্যাচ হবে ৯ মার্চ। পাকিস্তান এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের আয়োজক হলেও তাদের দল নিয়ে প্রশ্ন উঠেছে খোদ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মুখ থেকেই। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে, কারণ ২৩ ফেব্রুয়ারি দুবাইতে হবে সেই মহারণ।

আফ্রিদির বিস্ফোরক মন্তব্য:
সদ্য এক সাক্ষাৎকারে আফ্রিদি স্বীকার করেছেন, পাকিস্তান দলে বর্তমানে কোনো ম্যাচ উইনার নেই। তিনি বলেন, "একজন ম্যাচ উইনার সেই, যে নিজের একার দক্ষতায় দলকে জেতাতে পারে। ভারত দলে এমন অনেক খেলোয়াড় আছে, কিন্তু পাকিস্তান দলে সেই ঘাটতি প্রকট।"

তিনি আরও বলেন, "ইনজি ভাই (ইনজামাম-উল-হক) সবসময় বলতেন, ভারতের মিডল অর্ডারই তাদের বড় শক্তি। তারা শুধু নিজেরাই ম্যাচ জেতায় না, বরং অন্যদেরও ম্যাচ জেতানোর আত্মবিশ্বাস দেয়। কিন্তু পাকিস্তানের মিডল অর্ডারে সেই ধারাবাহিকতা নেই। অনেককে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু কেউ স্থায়ী হতে পারেনি।"

পান্ডিয়ার মতো অলরাউন্ডারের অভাব:
আফ্রিদি স্পষ্টভাবেই বলেছেন, "আমাদের দলে হার্দিক পান্ডিয়ার মতো কোনো অলরাউন্ডার নেই। আগে আব্দুল রাজ্জাক ছিলেন, কিন্তু এখন সেই জায়গা ফাঁকা।"

বাবর আজমের প্রতি কড়া বার্তা:
বর্তমান অধিনায়ক বাবর আজমের প্রসঙ্গেও আফ্রিদি কড়া মন্তব্য করেছেন। "বাবর অনেকদিন ধরে খেলছে, কিন্তু এখনো নিজেকে একজন ম্যাচ উইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি। ওকে শিখতে হবে রোহিত শর্মা আর বিরাট কোহলির মতো ব্যাটসম্যানদের কাছ থেকে।"

পাকিস্তানের জন্য অশনি সংকেত?
বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল পাকিস্তান। কিন্তু সাবেক অধিনায়ক নিজেই যখন দলের সীমাবদ্ধতা নিয়ে এভাবে কথা বলেন, তখন বোঝা যায় দল নিয়ে বড় প্রশ্নচিহ্ন আছে। ভারত যেখানে ব্যাটিং ও অলরাউন্ডারদের কারণে শক্তিশালী অবস্থানে রয়েছে, সেখানে পাকিস্তানের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

২৩ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচে কি পাকিস্তান নিজেদের প্রমাণ করতে পারবে? নাকি আফ্রিদির কথাই সত্যি হবে? এখন শুধু সময়ই উত্তর দেবে!

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement