Advertisement

champions trophy 2025 Ind Vs Pak: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানোর স্বপ্ন দেখছে পাকিস্তান! পাক প্রধানমন্ত্রী বললেন...

champions trophy 2025 Ind Vs Pak: গ্রুপ-এ-তে থাকা ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি দুবাইতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানোর স্বপ্ন দেখছে পাকিস্তান! পাক প্রধানমন্ত্রী বললেন...চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানোর স্বপ্ন দেখছে পাকিস্তান! পাক প্রধানমন্ত্রী বললেন...
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 08 Feb 2025,
  • अपडेटेड 8:21 PM IST

ICC Champions Trophy 2025 Ind Vs Pak: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হতে চলেছে ১৯ ফেব্রুয়ারি থেকে। এবারের টুর্নামেন্ট পাকিস্তানের হাইব্রিড মডেলের আওতায় অনুষ্ঠিত হবে, যেখানে ম্যাচগুলো পাকিস্তানের তিনটি শহর—লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে হবে। ভারতের সমস্ত ম্যাচ দুবাইতে খেলা হবে, এবং যদি ভারত ফাইনালে ওঠে, তবে শিরোপার লড়াইও সেখানেই হবে।

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ
গ্রুপ-এ-তে থাকা ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি দুবাইতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চ্যালেঞ্জ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি বলেন, "আমাদের লক্ষ্য শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নয়, বরং ২৩ ফেব্রুয়ারি দুবাইতে ভারতকে হারানোও আমাদের অন্যতম লক্ষ্য।" তিনি আরও যোগ করেন, "আমাদের দল দারুণ খেলছে, এবং আমি নিশ্চিত, তারা দেশকে গর্বিত করবে।"

আরও পড়ুন

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে পাকিস্তান ট্রফি জিতেছিল। সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে শরিফ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, "পাকিস্তান আবারও সেই ইতিহাস পুনরাবৃত্তি করতে প্রস্তুত।"

ভারতীয় দল:
(অধিনায়ক) রোহিত শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর l

পাকিস্তানের দল:
(অধিনায়ক) মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সউদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলী আগা, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি l

পুরো সূচি:

১৯ ফেব্রুয়ারি - পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি

২০ ফেব্রুয়ারি - বাংলাদেশ বনাম ভারত, দুবাই

২৩ ফেব্রুয়ারি - ভারত বনাম পাকিস্তান, দুবাই

২ মার্চ - নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই

Advertisement

৪ মার্চ - সেমিফাইনাল-১, দুবাই

৫ মার্চ - সেমিফাইনাল-২, লাহোর

৯ মার্চ - ফাইনাল, লাহোর (ভারত ফাইনালে উঠলে দুবাইতে)

১০ মার্চ - রিজার্ভ ডে

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আবেগ, উত্তেজনা আর টানটান প্রতিযোগিতা। দুবাইয়ে ২৩ ফেব্রুয়ারির মহারণ বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলতে চলেছে। এবার কি ২০১৭-র পুনরাবৃত্তি হবে, নাকি ভারত এইবার প্রতিশোধ নেবে? সেটা জানা যাবে খুব শিগগিরই!

 

Read more!
Advertisement
Advertisement