Champions Trophy 2025 Schedule: চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করে দিল আইসিসি। ফাইনাল হবে ৯ মার্চ। পাকিস্তানে ভারতের খেলা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, শেষমেষ হাইব্রিড মডেলে রাজি হয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তানের ম্যাচ বরাবরই বিশ্বের নজরে থাকে, টানাপোড়েনের মধ্যে হাইপ আরও তুঙ্গে উঠেছে। ফলে কবে হবে এই মেগা ম্যাচ সে দিকে নজর ছিল ক্রিকেটপ্রেমীদের।
এবার সেই অপেক্ষার পর্দা উঠে গেল। ২৩ ফেব্রুয়ারি হবে সেই খেলা। দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফি যে হাইব্রিড মডেল-এ হবে তা আগেই জানিয়ে দিয়েছে আইসিসি। এ বার ঘোষিত হয়ে গেল প্রতিযোগিতার সূচিও। প্রতিযোগিতা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে মোট আটটি দল। একটি গ্রুপে রয়েছে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ড। অপর গ্রুপে রয়েছে— অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি করাচিতে। মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড।
এদিকে বাংলাদেশের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সেই আবহে তেতে উঠছে বাংলাদেশ ম্যাচ নিয়েও। বাংলাদেশের সঙ্গে ভারত নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে। ২০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় দিন এই ম্যাচ রয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি:
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি, পাকিস্তান
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত, দুবাই
২১ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি, পাকিস্তান
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান
২৩ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম ভারত, দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান
২৭ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর, পাকিস্তান
০১ মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি, পাকিস্তান
০২ মার্চ নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই
০৩ মার্চ সেমিফাইনাল ১, দুবাই
০৫ মার্চ সেমিফাইনাল ২, লাহোর, পাকিস্তান
০৯ মার্চ ফাইনাল, লাহোর (যদি না ভারত যোগ্যতা অর্জন করে, কখন এটি দুবাইতে খেলা হবে)
১০ মার্চ ফাইনাল রিজার্ভ ডে