Advertisement

Champions Trophy 2025 Semifinal: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বরুণ চক্রবর্তীর জায়গা পাকা নয়! প্রাক্তনের পরামর্শ

Champions Trophy 2025 Semifinal: দুবাইয়ের মাঠে প্রথম দুই ম্যাচে না খেলানো হলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন বরুণ। মাত্র ৪২ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে দেখিয়ে দিয়েছেন কেন তিনি ‘মিস্ট্রি স্পিনার’ নামে পরিচিত।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বরুণ চক্রবর্তীর জায়গা পাকা নয়! প্রাক্তনের পরামর্শচ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বরুণ চক্রবর্তীর জায়গা পাকা নয়! প্রাক্তনের পরামর্শ
Aajtak Bangla
  • দুবাই,
  • 03 Mar 2025,
  • अपडेटेड 11:40 PM IST

Champions Trophy 2025 Semifinal: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান জমে উঠেছে, আর সেই আগুনে ঘি ঢেলেছেন বরুণ চক্রবর্তী! নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে ৫ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের কোমর ভেঙে দিয়েছেন এই রহস্যময় স্পিনার। আর তাই, ৪ মার্চ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাকে বাদ দেওয়ার কথা কল্পনাও করতে পারছেন না বিশেষজ্ঞরা। সাবেক কোচ রবি শাস্ত্রী থেকে অনিল কুম্বলে – সকলেই একবাক্যে বলছেন, "বরুণ থাকলেই ভারতের স্পিন আক্রমণ ভয়ঙ্কর হয়ে উঠবে!"

নিউজিল্যান্ড ম্যাচে বরুণের দুরন্ত কামব্যাক
দুবাইয়ের মাঠে প্রথম দুই ম্যাচে না খেলানো হলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন বরুণ। মাত্র ৪২ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে দেখিয়ে দিয়েছেন কেন তিনি ‘মিস্ট্রি স্পিনার’ নামে পরিচিত। তার বলে বিভ্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা, বিশেষ করে মিডল ওভারগুলিতে ম্যাচের রঙ বদলে দিয়েছেন তিনি। দলের এই সিদ্ধান্তকে মাস্টারস্ট্রোক বলেই মনে করছেন অনেকে, যার কৃতিত্ব প্রধান কোচ গৌতম গম্ভীরকেও দেওয়া হচ্ছে।

সাবেক কোচ রবি শাস্ত্রী স্পষ্ট বলেছেন, "এখনই সঠিক সময় বরুণকে সুযোগ দেওয়ার। তার আত্মবিশ্বাস তুঙ্গে, বল হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। এমন একজন উইকেট-টেকিং বোলারকে সেমিফাইনালে বাদ দেওয়ার কোনও কারণ নেই!"

আরও পড়ুন

সেমিফাইনালে বরুণের থাকা কতটা গুরুত্বপূর্ণ?
ভারত বনাম অস্ট্রেলিয়া – ক্রিকেট বিশ্বে এই লড়াইয়ের উত্তেজনা চিরকালীন। এবার তার সঙ্গে যোগ হয়েছে বরুণ চক্রবর্তীর স্পিন ম্যাজিক। বিশেষজ্ঞরা বলছেন, দুবাইয়ের উইকেট স্পিনারদের সাহায্য করছে, তাই বরুণের উপস্থিতি ভারতের জন্য ম্যাচ উইনিং ফ্যাক্টর হতে পারে।

সাবেক কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে মনে করেন, "গত দেড় বছরে বরুণ ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। চেন্নাই, কেকেআর বা ভারতীয় দল – সব জায়গায়ই সে ম্যাচ জেতানোর ক্ষমতা দেখিয়েছে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা বোকামি হবে!"

অন্যদিকে, প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু বলেছেন, "বরুণ এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং ধারাবাহিক। ব্যাটসম্যানদের জন্য তাকে সামলানো সহজ নয়।"

Advertisement

গম্ভীর কী সিদ্ধান্ত নেবেন?
ভারতের একাদশ গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান কোচ গৌতম গম্ভীর। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বরুণ চক্রবর্তীর অসাধারণ ফর্মকে উপেক্ষা করা কঠিন হবে।

স্পিনারদের জন্য সহায়ক উইকেট, তার সাম্প্রতিক বিধ্বংসী পারফরম্যান্স, এবং প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার নতুনত্ব – সব দিক থেকেই বরুণকে সেমিফাইনালের একাদশে রাখা উচিত। ভারত কি তার ‘মিস্ট্রি স্পিনার’কে নিয়েই নামবে, নাকি অন্য কোনও চমক অপেক্ষা করছে? ৪ মার্চের দিকেই তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব!

 

Read more!
Advertisement
Advertisement