Advertisement

Champions Trophy 2025: 'হাইব্রিড মডেলে'ই চ্যাম্পিয়ন্স ট্রফি, ঘোষণা আইসিসির, কোন সূত্রে রফা?

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় খবর সামনে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫কে হাইব্রিড মডেলে করানোর অনুমতি দিয়ে দিয়েছে।

'হাইব্রিড মডেলে'ই চ্যাম্পিয়ন্স ট্রফি, ঘোষণা আইসিসির, কোন সূত্রে রফা?
Aajtak Bangla
  • দুবাই,
  • 13 Dec 2024,
  • अपडेटेड 7:48 PM IST

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় খবর সামনে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫কে হাইব্রিড মডেলে করানোর অনুমতি দিয়ে দিয়েছে। এখন এই টুর্নামেন্ট পাকিস্তান এবং দুবাইতে (সংযুক্ত আরব আমিরশাহী) খেলা হবে। এই নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-এর মধ্যে সমঝোতা হয়েছে এবং দুই দেশই তাদের মঞ্জুরি দিয়ে দিয়েছে। এখন ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ -এ তাদের সমস্ত ম্যাচ আরবের দুবাইতে খেলবে। যেখানে টুর্নামেন্টের বাকি অংশ পাকিস্তানে খেলা হবে।

বিসিসিআই এবং পিসিবি দুই দেশের বোর্ডই নীতিগতভাবে সম্মত হয়েছে যে, পাকিস্তান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচের জন্য ভারতে ভ্রমণ করবে না। কলম্বোতে এই ম্যাচ খেলবে পাকিস্তান। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কারণে পিসিবিকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। তবে তারা ২০২৭ সালের পরে যে কোনও আইসিসি মহিলা টুর্নামেন্ট আয়োজন করতে পারবে।

১৯৯৬ সালের পর পাকিস্তানের প্রথম আইসিসি ইভেন্ট 
১৯৯৬ বিশ্বকাপের পর এটি পাকিস্তানের প্রথম আইসিসি ইভেন্ট। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কাও এই ইভেন্টের সহ-আয়োজক ছিল। ভারত ও পাকিস্তান ২০১২ সাল থেকে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। তবে তারা গত বছর ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপ সহ আইসিসি টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়েছে। গত বছর, পাকিস্তান আয়োজিত এশিয়া কাপেও 'হাই হাইব্রিড মডেল' পরিবর্তন করা হয়েছিল। কারণ ভারত পাকিস্তানে খেলতে অস্বীকার করেছিল। এরপর ভারত তার সব ম্যাচ খেলেছে শ্রীলঙ্কায়। 

২০১৭ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি ক্যালেন্ডারে ফিরে আসছে। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ সংস্করণ জিতেছিল পাকিস্তান। ভারত ২০০৮ সাল থেকে পাকিস্তান সফর করেনি। ভারতীয় দল সর্বশেষ ২০০৮ সালে এশিয়া কাপে পাকিস্তানে গিয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২-১৩ সালে। এরপর শুধু এশিয়া কাপ ও আইসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে দুই দল।
 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement