Advertisement

Virat Kohli 14 Thousand Runs: সচিন-সাঙ্গাকারার পাশে বিরাট, জোড়া কীর্তি গড়লেন কিং

ভারতীয় তারকা ক্রিকেটর (India Star Batter) বিরাট কোহলি (Virat Kohli) ওয়ান ডে ক্রিকেটে এক নতুন মাইলফলক (ODI Milestine) গড়লেন। (ICC Champions Trophy 2025) গ্রুপ পর্বে পাকিস্তানের (Pakistan) বিপক্ষে ১৫ রান করার সঙ্গে সঙ্গেই তিনি এই বিরল রেকর্ডটি সম্পন্ন করলেন।

১৪ হাজার ক্লাবে সচিন-সাঙ্গাকারার পাশে বিরাট কোহলি, সবাইকে ছাড়িয়ে গেলেন১৪ হাজার ক্লাবে সচিন-সাঙ্গাকারার পাশে বিরাট কোহলি, সবাইকে ছাড়িয়ে গেলেন
Aajtak Bangla
  • দুবাই,
  • 23 Feb 2025,
  • अपडेटेड 8:55 PM IST

পাকিস্তানের সঙ্গে মেগা ম্যাচকেই বেছে নিলেন বিরাট কোহলি। পাকিস্তানের  ১২.৬ ওভারে হ্যারিস রউফকে কভার ড্রাইভে বাউন্ডারি মেরে ওডিআইতে ১৪ হাজারের মাইলস্টোন পার করেছেন বিরাট কোহলি। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এবং ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওডিআইতে ১৪ হাজারের বেশি রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। তাঁর সামনে এখন শুধু রয়েছেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় মেগাস্টার সচিন তেন্ডুলকরয

ভারতীয় তারকা ক্রিকেটর (India Star Batter) বিরাট কোহলি (Virat Kohli) ওয়ান ডে ক্রিকেটে এক নতুন মাইলফলক (ODI Milestine) গড়লেন। (ICC Champions Trophy 2025) গ্রুপ পর্বে পাকিস্তানের (Pakistan) বিপক্ষে ১৫ রান করার সঙ্গে সঙ্গেই তিনি এই বিরল রেকর্ডটি সম্পন্ন করলেন। ১৪,০০০ রান পূর্ণ করে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক অর্জন করেছেন ভারতের প্ৰাক্তন অধিনায়ক কোহলি। এর আগে এই সাফল্য অর্জন করেছিলেন কিংবদন্তি শচীন তেন্ডুলকর এবং শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা। তবে কোহলি হয়েছেন ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১৪,০০০ রানের মালিক, যা তার অসাধারণ দক্ষতা এবং ধারাবাহিকতার প্রমাণ।

২০০৮ সালে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এবং তারপর থেকেই তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। ১৪ হাজার রান থেকে মাত্র যখন ২ রান দূরে ছিলেন তখন হ্যারিস রউফের বলে চার মেরে মাইলস্টোন সৃষ্টি করলেন। ২৮৭ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন কোহলি। সচিন তেন্ডুলকর ৩৫০ ম্যাচে ওডিআই ক্রিকেটে ১৪ হাজার রান করেছিলেন। কুমার সঙ্গকারা ৩৭৮ ম্যাচে ১৪ হাজার রান করেছিলেন ওডিআই ক্রিকেটে। শুধু একদিনের ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রান করাই নয়, এর আগে দ্রুততম ব্যাটার হিসাবে ৮ জাহার, ৯ হাজার, ১০ হাজার, ১১ হাজার, ১২ হাজার, ১৩ হাজার রান করেছিলেন কোহলি। বিরাট যে রানের রাজা তা ফের একবার প্রমাণ করলেই এই মাইলস্টোনের মধ্য দিয়ে।

আরও এক রেকর্ড
এদিকে এদিন হাফ সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই আরও একটি কীর্তি গড়লেন কিং কোহলি। সচিনকে আরও একটি কীর্তিতে ছুঁয়ে ফেললেন তিনি। আইসিসি-র সব ট্রফি মিলিয়ে দুইজনেরই ২৩টা হাফ সেঞ্চুরি হল।

Advertisement

এক ঝলকে দেখে নিন ওডিআইতে সবচেয়ে বেশি রান করা ৫ ক্রিকেটারের তালিকা —

  1. সচিন তেন্ডুলকর ১৮৪২৬
  2. কুমার সঙ্গাকারা ১৪২৩৪
  3. বিরাট কোহলি ১৪০০০*
  4. রিকি পন্টিং ১৩৭০৪
  5. সনৎ জয়সূর্য ১৩৪৩০

 

Read more!
Advertisement
Advertisement