১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ান্স ট্রফি। আয়োজক দেশ পাকিস্তান। হাইব্রিড মডেলে এই খেলা হবে। তার আগে শোনা যাচ্ছে, পাকিস্তান এখনও চ্যাম্পিয়ান্স ট্রফির আয়োজন করতে প্রস্তুত নয়। কারণ, একাধিক স্টেডিয়ামের মেরামতির কাজ নাকি শেষ হয়নি। এখনও কাজ অনেকটা বাকি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়। এবার তা নিয়ে মুখ খুলল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB-র তরফে জানানো হয়েছে, আশঙ্কার কোনও কারণ নেই। নির্ধারিত সূচি মতোই ক্রিকেট ম্যাচগুলো হবে। যে কানাঘুষো শোনা যাচ্ছে সেগুলো সঠিক নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচের আয়োজন করতে প্রস্তুত।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ও করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে কাজ চলছে, এই খবর সত্যি। তবে তা সময়ে শেষও হয়ে যাবে। প্রসঙ্গত, এই দুটি মাঠের পাশাপাশি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামেও হবে চ্যাম্পিয়ান্স ট্রফির ম্য়াচ।
পিসিবি জানিয়েছে, 'চ্যাম্পিয়ান্স ট্রফির সব ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড দায়বদ্ধ। তারা তা করবেও। কাজ শেষ করার ডেডলাইন দেওয়া হয়েছে ২৫ জানুয়ারি। প্রায় ২৫০ কর্মচারী স্টেডিয়ামগুলিতে দিন-রাত কাজ করছেন। নির্দিষ্ট সময় মোতাবেক কাজ শেষ হয়ে যাবে বলে বিশ্বাস।'
পাকিস্তান ক্রিকেট বোর্ড আসলে স্টেডিয়ামের আসন সংখ্যা বাড়ানোর কাজ শুরু করেছে। এছাড়াও আধুনিক চেয়ার পাতা হচ্ছে স্টেডিয়ামগুলিতে। ব্যবস্থা করা হচ্ছে পর্যাপ্ত আলোরও। ব্রডকাস্ট কভারেজ যাতে ঠিকমতো হয় সেদিকেও বিশেষ নজর রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ান্স ট্রফি। ভারত তাদের সফর শুরু করবে বাংলাদেশের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি থেকে। তারপর ভারতের ম্যাচ ২৩ ফেব্রুয়ারি। সেদিন আয়োজক দেশ পাকিস্তানের সঙ্গে খেলবেন রোহিত শর্মারা। তারপর ভারত খেলবে ২ মার্চ। সেদিন তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।