Advertisement

Champions Trophy : চ্যাম্পিয়ান্স ট্রফিতে দলে সুযোগই পাবেন না সামি-রাহুল-জাদেজা ?

বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের ক্ষত এখনও শুকোয়নি টিম ইন্ডিয়ার। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। পাঁচটি টি-টোয়েন্টির পাশাপাশি তিনটি ওয়ানডেও খেলবে ভারতীয় দল।

Sir Jaddu,K. L. RahulSir Jaddu,K. L. Rahul
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 08 Jan 2025,
  • अपडेटेड 11:48 PM IST
  • বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের ক্ষত এখনও শুকোয়নি টিম ইন্ডিয়ার
  • এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ

বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের ক্ষত এখনও শুকোয়নি টিম ইন্ডিয়ার। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। পাঁচটি টি-টোয়েন্টির পাশাপাশি তিনটি ওয়ানডেও খেলবে ভারতীয় দল। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভালো খেলেলনি রোহিত-বিরাট। তবে তাঁরা ওয়ানডে টিমে থাকবেন তা কার্যত নিশ্চিত। কিন্তু মহম্মদ সামি, রবীন্দ্র জাদেজা ও কে এল রাহুলের উপর খাঁড়া ঝুলছে। ওয়ানডে টিমে তাঁরা আদৌ সুযোগ পাবেন কি না সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। 

সংবাদসংস্থা পিটিআই-এর মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই তিনজনকে না রেখেই দল গড়তে পারেন রোহিত শর্মারা। তার একাধিক কারণও রয়েছে। ওডিআই বিশ্বকাপের পর থেকে ভারতীয় দল ৬টি ৫০ ওভারের ম্যাচ খেলেছে। সব কটি ম্যাচেই বিশ্রামে ছিলেন সামি ও জাদেজা। তবে রাহুল দলে সুযোগ পেয়েছিলেন। কিন্ত তাঁর পারফরম্যান্স দাগ কাটতে পারেনি।  শ্রীলঙ্কা সিরিজের মাঝপথেই বাদ পড়েন। তাঁর জায়গার দাবিদার হয়ে উঠছেন যশস্বী জয়সওয়াল। 

অন্যদিকে, উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্ত যদি প্রথম পছন্দ হন, তাহলে রাহুলের জায়গা পাওয়া কঠিন হয়ে যাবে। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সঞ্জু স্যামসনকেই নির্বাচকদের প্রথম পছন্দ মনে হচ্ছে। যদিও ইশান কিশানও বিকল্প হিসেবে রয়েছেন। সব দিক বিচার করে রাহুলের ওয়ানডে টিমে ফেরা কঠিন বলেই মনে হচ্ছে। 

অপরদিকে, টিমে জায়গা পাওয়ার ক্ষেত্রে রবীন্দ্র জাদেজার প্রতিদ্বন্দ্বী হতে পারেন অক্ষর প্যাটেল। জাদেজার অভিজ্ঞতা থাকলেও তাঁর ফর্ম বর্তমানে খুব একটা সন্তোষজনক নয়। তাই এগিয়ে রয়েছেন অলরাউন্ডার অক্ষর। ওয়াশিংটন সুন্দরকেও প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়া যাবে না।  বিশেষজ্ঞ স্পিনারদের মধ্যে কুলদীপ যাদবের নাম উঠে আসছে। তিনি পুরোপুরি ফিট নন। বিজয় হাজারে ট্রফি খেলেননি। কুলদীপ যদি ফিট না হন, তাহলে রবি বিষ্ণোই এবং বরুণ চক্রবর্তীর মধ্যে একজনকে বেছে নেওয়া যেতে পারে।

তারকা ফার্স্ট বোলার মহম্মদ সামিকে নিয়ে সবথেকে বেশি দ্বন্দ্বে রয়েছেন নির্বাচকরা। তিনি সম্পূর্ণ ফিট নন বলেই শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা তাঁর পক্ষে কঠিন হয়ে যেতে পারে। যদিও তিনি বিজয় হাজারে ট্রফিতে বল করেছিলেন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement