Advertisement

Cheteshwar Pujara Retirement: অবসর ঘোষণার পর পূজারাকে শুভেচ্ছার বন্যা, কী লিখলেন সচিন-রাহানে-কুম্বলেরা?

রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অবসরের কথা জানিয়েছেন চেতেশ্বর পূজারা। এর পর থেকেই তাঁকে অবসর জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় ক্রিকেটের নক্ষত্ররা। শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরও। শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর ও বিসিসিআইও।

সেঞ্চুরি মেকার ভারতের চেতেশ্বর পূজারা আকাশের দিকে তাকিয়ে আছেন সেঞ্চুরি মেকার ভারতের চেতেশ্বর পূজারা আকাশের দিকে তাকিয়ে আছেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2025,
  • अपडेटेड 4:28 PM IST

রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অবসরের কথা জানিয়েছেন চেতেশ্বর পূজারা। এর পর থেকেই তাঁকে অবসর জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় ক্রিকেটের নক্ষত্ররা। শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরও। শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর ও বিসিসিআইও। 

কী লিখেছেন সচিন?
সচিন পোস্ট করে লিখেছেন, 'পূজারা, তোমাকে ৩ নম্বরে খেলতে দেখা সবসময়ই আশ্বস্ত করত। তুমি যখনই খেলেছো, শান্ত, সাহস এবং টেস্ট ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা এনে দিয়েছো। চাপের মুখে তোমার দৃঢ় কৌশল, ধৈর্য এবং সংযম দলের জন্য একটি স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। অনেকের মধ্যে, অস্ট্রেলিয়ায় ২০১৮ সালের সিরিজ জয় আলাদা, তোমার অবিশ্বাস্য স্থিতিস্থাপকতা এবং ম্যাচজয়ী রান ছাড়া এটি সম্ভব হত না। চমৎকার ক্যারিয়ারের জন্য অভিনন্দন। পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা। তোমার দ্বিতীয় ইনিংস উপভোগ করো!'

বাকিরা কী লিখেলেন 
ভারতীয় ক্রিকেট বোর্ডও পূজারাকে শুভেচ্ছা জানিয়েছে। লিখেছে, 'দুর্দান্ত কেরিয়ারের জন্য শুভেচ্ছা।' শুধু তাই নয় পোস্ট করেছেন অজিঙ্কা রাহানেও। লিখেছেন, 'পুজ্জি, অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তোমার সঙ্গে খেলার প্রতিটি মুহূর্ত আমার খুব ভালো লেগেছে এবং একসঙ্গে আমাদের বিশেষ টেস্ট জয়ের স্মৃতি সবসময় লালন করব। দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা!' 

অনিল কুম্বলে লিখেছেন, 'অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন! তুমি এই অসাধারণ খেলার একজন মহান দূত ছিলে ক্রিকেট মাঠে তোমার সকল অর্জনের জন্য আমরা সবাই গর্বিত। তুমি দলের জন্য তোমার সর্বস্ব উৎসর্গ করেছ! তোমার সঙ্গে কাজ করাটা আমার জন্য সৌভাগ্যের বিষয় এবং তুমি দ্বিতীয় ইনিংসেও উজ্জ্বল হয়ে ওঠো! তোমাকে, পূজা, অদিতি এবং তোমার বাবাকে শুভেচ্ছা। শুভকামনা!!' 

রবিবার অবসরের কথা জানান পূজারা
রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সব ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা জানান পূজারা। লেখেন, 'চেতেশ্বর পূজারা পোস্টের ক্যাপশনে লিখেছেন, ভারতীয় জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া এবং মাঠে প্রতিবার সেরাটা দেওয়ার চেষ্টা করা, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু তারা যেমন বলে, প্রতিটি ভাল জিনিসেরই শেষ হয়। আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং সকল ফরম্যাট থেকে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি।' 

Advertisement

পূজারার রেকর্ড
পূজারা ভারতের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন। এই সময়ে তিনি ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরি করেছেন। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে পূজারা তাঁর শেষ ম্যাচ খেলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে পূজারা ৪১ রান করেছিলেন।
 

Read more!
Advertisement
Advertisement