Ravi Ashwin On Concussion Controversy: ক্রিকেটের নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন কোনও খেলোয়াড়ের মাথা বা চোখে আঘাত লাগলে কনকাশন সাবস্টিটিউট নিয়ম কার্যকর হয়। তবে পরিবর্তিত খেলোয়াড় হতে হবে ‘like-for-like’, অর্থাৎ অভিন্ন দক্ষতার একজন খেলোয়াড়। কিন্তু পুনে টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলে এই নিয়ম কতটা মানা হয়েছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
কনকাশন সাবস্টিটিউট নিয়ে বিতর্ক
পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারত জয় লাভ করে ১৫ রানে এবং সিরিজে ৩-১ লিড নেয়। কিন্তু ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল হরষিত রানার কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামা।
শিবম দুবে ব্যাট করার সময় মাথায় আঘাত পান, যার ফলে হরষিত রানাকে কনকাশন বদলি হিসেবে মাঠে নামানো হয়। তবে সমস্যার মূল জায়গা হলো, শিবম দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, আর হর্ষিত রানা একজন ফাস্ট বোলার। হরষিত মাঠে নেমেই দুর্দান্ত বোলিং করেন এবং লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেদেল ও জেমি ওভারটনকে আউট করেন। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
অশ্বিনের কড়া প্রশ্ন— ‘আমরা কি আইপিএল খেলছি?’
অশ্বিন তার ইউটিউব চ্যানেলে বলেন, "ম্যাচ শেষ, ভারত আবারও দেশের মাটিতে সিরিজ জিতল। কিন্তু এই ম্যাচটি কেমন ছিল? এটা যেন একেবারে আইপিএল ম্যাচ! সুপার সাবও ছিল, ইমপ্যাক্ট প্লেয়ারও ছিল, একেবারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো। প্রশ্ন হলো, হর্ষিত রানা কীভাবে শিবম দুবের পরিবর্তে এলেন?"
তিনি আরও বলেন, "আমরা কি ভুলে গেছি যে এটি একটি আন্তর্জাতিক ম্যাচ? আমরা কি আইপিএল খেলছি? আমি বুঝতে পারছি না। আগে এই ধরনের ঘটনা ঘটেছে। ক্যানবেরায় রবীন্দ্র জাদেজা কনকাশন আক্রান্ত হলে যুজবেন্দ্র চাহালকে বদলি হিসেবে নেওয়া হয়েছিল। অন্তত তখন স্পিনারের বদলে স্পিনার এসেছিল। কিন্তু এখানে?"