Advertisement

Rohit Sharma- Shama Mohammad : রোহিত শর্মা 'মোটা', মন্তব্য করে বিতর্কে কংগ্রেস নেত্রী, ড্যামেজ কন্ট্রোলে নামল দল

ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত পোস্ট করে সমালোচনার শিকার কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। সোশ্যাল মিডিয়ায় শামা লিখেছিলেন, খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা মোটা।

 Rohit Sharma,mohammad shama Rohit Sharma,mohammad shama
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 03 Mar 2025,
  • अपडेटेड 1:36 PM IST
  • রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত পোস্ট করে সমালোচনার শিকার কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ
  • রোহিতকে মোটা বললেন তিনি

ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত পোস্ট করে সমালোচনার শিকার কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। সোশ্যাল মিডিয়ায় শামা লেখেন, খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা মোটা। তাঁর ওজন কমানো দরকার। এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তারপরই একের পর এক আক্রমণ ধেয়ে আসে শামার দিকে। পরে তিনি পোস্ট ডিলিট করে দেন। 

কংগ্রেসের মুখপাত্র পবন খেদা জানান, শামা মহম্মদ রোহিত শর্মাকে নিয়ে যে মন্তব্য করেছেন তাকে দল সমর্থন করে না। তাঁকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সেই টুইটটি মুছে ফেলতে বলা হয়েছে। ভবিষ্যতে এমন কোনও কাজ যাতে না করেন, সেজন্যও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। খেদা আরও জানান, রোহিত শর্মা ভারতের গর্ব। তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন কোনও মন্তব্য দল সমর্থন করে নাা। 

এদিকে এই পুরো বিষয় নিয়ে অবাক শামা মহম্মদ। তিনি জানান, একজন খেলোয়াড়ের ফিটনেস সম্পর্কে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। তার মধ্য়ে অন্যায় কিছু আছে বলে মনে করেন না। তিনি মনে করেন, রোহিতের আরও ফিট হওয়া দরকার। রোহিত প্রয়োজনের তুলনায় একটু বেশিই মোটা। আর তা খোলাখুলি বলেছিলাম। অথচ সেই পোস্ট ডিলিট করা হয়েছে। শামার সংযোজন, 'আমি মনে করি আমার বলার অধিকার রয়েছে। এটাই তো বাক স্বাধীনতা।' 

শামা ঠিক কী পোস্ট করেছিলেন? 

গতকাল মহম্মদ শামা এক্স হ্যান্ডেলে লেখেন, 'খেলোয়াড় হিসেবে রোহিত মোটা। ওঁর ওজন কমানো প্রয়োজন। ভারতীয় ক্রিকেট দলে আজ পর্যন্ত যত ক্যাপ্টেন এসেছে তাদের মধ্যে সব থেকে কম আকর্ষণীয় রোহিত শর্মা।' 

শামা মহম্মদের সেই পোস্ট

এদিকে বিতর্ক দানা বাঁধার পর ফের সংবাদ মাধ্যমের কাছে নিজের অবস্থান স্পষ্ট করেন শামা। তিনি বলেন, 'আমি কারও বডি শেমিং করার জন্য ট্যুইট করিনি। একজন খেলোয়াড়ের ফিট থাকা দরকার। সেটাই বলার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি রোহিতের ওজন একটু বেশি। এর আগে যারা অধিনায়ক ছিলেন যেমন ধোনি, সৌরভ, দ্রাবিড়, বিরাট, কপিল দেব এঁরা অনেক বেশি ফিট ছিলেন।' 

Advertisement

তারপর বিজেপির তরফে বিবৃতি আসে। শামার বক্তব্যের সমালোচনা করা হয় গেরুয়া শিবিরের তরফে। বিজেপি নেতা প্রদীপ ভান্ডারি বলেন, 'যারা ভারতকে সমর্থন করে, দেশপ্রেমিক, যারা দেশের জন্য ভালো করে, কংগ্রেস তাঁদের বিরোধিতা করে। এবারও তাই করা হল। যা কাঙ্খিত নয়। 


 
Read more!
Advertisement
Advertisement