Advertisement

Liton Das :ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে প্রশ্নেই 'চাপে' লিটন, নিজের দেশেই নিরাপত্তা নিয়ে শঙ্কিত?

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসা নিয়ে ICC-র সঙ্গে টানাপোড়েন চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ কি আদৌ খেলতে আসবে? সেই উত্তর এখনও মেলেনি। সেই দেশের খেলোয়াড়রা কী চাইছেন?

বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
Aajtak Bangla
  • দিল্লি ও ঢাকা ,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 10:42 PM IST
  • ভারতে কি খেলতে আসতে চান?
  • উত্তরে কী বললেন লিটন দাস?

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসা নিয়ে ICC-র সঙ্গে টানাপোড়েন চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ কি আদৌ খেলতে আসবে? সেই উত্তর এখনও মেলেনি। সেই দেশের খেলোয়াড়রা কী চাইছেন? তারও উত্তর পাওয়া গেল না। সরাসরি কোনও প্রশ্নের জবাব দিলেন না অধিনায়ক লিটন দাস। 

নিরাপত্তা উদ্বেগের অজুহাতে ভারতে খেলতে অস্বীকার করেছে বাংলাদেশ। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাও জানিয়ে দিয়েছে টাইগারদের দাবি মানা তাদের পক্ষে অসম্ভব। এও শোনা যাচ্ছে, বাংলাদেশ খেলতে না আসলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে জায়গা করে দেওয়া হবে। কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরই বাংলাদশের সঙ্গে প্রথমে BCCI ও পরে ICC-র বিরোধ সামনে চলে আসে। BCB জানিয়েছে, তারা কোনওমতেই ভারতে খেলবে না। 

এই পরিস্থিতিতে লিটন দাসকে মঙ্গলবার প্রশ্ন করেন সাংবাদিকরা। বিপিএল এলিমিনেটরে সিলেটের কাছে হারের পর লিটনকে ভারতে খেলতে আসা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমার জানা নেই। এটার কোনও উত্তর নেই। বিশ্বকাপ এখনও অনেক দিন বাকি। আমরা বিশ্বকাপে খেলব কি না সেই বিষয়ে নিশ্চিত নই।' 

লিটন তারপর এক সাংবাদিককে প্রশ্ন করে বসেন, 'আপনি কি জানেন যে আমরা বিশ্বকাপ খেলব কি না? তাহলে আপনিও জানেন না। আমরাও জানি না। এখন ওই প্রসঙ্গে কথা বলতেই চাই না। কোন ১৫ জন যাবে সেটা আপনারা জানেন। তবে কোন দেশে যাব বা আদৌ যাব কি না সেটা তো অজানা। সেই দেশের কল্ডিশন কেমন সেটা আগে থেকে জানতে পারলে ভালোই হয়। আমি যেমন জানি না, আমার দলের খেলোয়াড়রাও জানেন না। আমার তো মনে হয় গোটা বাংলাদেশ জানে না।' 

এরপর লিটনকে ফের বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি একটি বিরক্তই হন। প্রশ্নকর্তাকে বলেন, 'আমার পক্ষে এর উত্তর দেওয়া নিরাপদ নয়। আমি উত্তর দিতে পারব না। নিরাপদ নয়। আমি জানি আপনি কী প্রশ্ন করবেন।' 

Advertisement

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশকে গ্রুপ সি-তে রাখা হয়েছে। সেই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি এবং নেপাল। বাংলাদেশের চারটি গ্রুপ পর্বের ম্যাচ কলকাতা এবং মুম্বাইতে নির্ধারিত। তবে যদি বাংলাদেশ খেলতে অস্বীকার করে তবে লিটন দাসদের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলাবে আইসিসি। 

Read more!
Advertisement
Advertisement