ভারত-পাকিস্তানের (India-Pakistan Conflict) মধ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে আইপিএল (IPL 2025)। মনে করা হচ্ছে, পরিস্থিতি শান্ত থাকলে কিছুদিনের মধ্যেই ফের শুরু হবে ক্রোড়পতি এই লিগ। তবে আতঙ্কিত ক্রিকেটাররা কি ফেরত আসবেন ভারতে? তা নিয়ে নানা জল্পনা চলছে। বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরলেও ভারতেই থেকে গিয়েছেন রিকি পন্টিং, ব্র্যাড হাডিনের মতো সাপোর্ট স্টাফরা।
এর মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ক্রিকেটাররা যদি ফের ভারতে ফিরে আইপিএল-এর বাকি অংশ খেলতে না চাইলে, তাদের পাশেই থাকবে তারা। সিডনি মর্নিং হেরাল্ড' জানিয়েছে, 'যদি নিরাপত্তার কারণে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ফিরে আসতে নাচান, তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের পাশে থাকবে।'
পূর্ণ স্বাধীনতা দিল অজি ক্রিকেট বোর্ড
এতে বলা হয়েছে, 'অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা চিন্তিত এবং ভীত।' রিকি পন্টিং এবং ব্র্যাড হ্যাডিন সহ কোচিং স্টাফের সদস্যরা ভারতে আছেন, যখন খেলোয়াড়রা ফিরে এসেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রেক্ষাপটে, সিএ খেলোয়াড়দের আইপিএলে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রক্ষা করবে।'
মাঝপথে বন্ধ আইপিএল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এ ৮ মে পর্যন্ত ৫৮টি ম্যাচ ছিল, যার মধ্যে পঞ্জাব কিংস (পিবিকেএস) এবং দিল্লি ক্যাপিটালস (ডিসি) এর মধ্যকার ম্যাচটিও ছিল। ৮ মে (বুধবার) ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে মাঝপথে বাতিল করা হয় ম্যাচটি। ইতিমধ্যে, ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (HPCA) স্টেডিয়ামটি খালি করে দেওয়া হয়েছে।
এখনও অনেক ম্যাচ বাকি আছে
আইপিএলে এখনও ১২টি লিগ ম্যাচ এবং ৪টি নকআউট ম্যাচ বাকি ছিল, যার মধ্যে কলকাতায় অনুষ্ঠিত ফাইনালও ছিল। লীগ সূত্রের মতে, সামরিক সংঘর্ষ বিদেশী খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে। গত বছর, মেগা নিলামে, ১০টি ফ্র্যাঞ্চাইজি ৬২ জন বিদেশী খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছিল। লিগটি ২৫ মে কলকাতায় শেষ হওয়ার কথা ছিল।