Advertisement

DC vs. RCB: মাঠে বিরাট কোহলি ও কেএল রাহুলের তুমুল বচসা, Video ভাইরাল

রবিবার দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর  ম্যাচের মাঝেই তর্কে জড়ালেন বিরাট কোহলি ও কেএল রাহুল। মাঠের মধ্যেই শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। দুই তারকাকে রীতিমতো তর্ক করতে দেখা যায়। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। সাধারণত ভারতীয় দলে এবং আইপিএলে পরস্পরের প্রতি বেশ বন্ধুত্ব ও সম্মানের ভাবই দেখান দুই ক্রিকেটার।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2025,
  • अपडेटेड 11:01 AM IST

রবিবার দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর  ম্যাচের মাঝেই তর্কে জড়ালেন বিরাট কোহলি ও কেএল রাহুল। মাঠের মধ্যেই শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। দুই তারকাকে রীতিমতো তর্ক করতে দেখা যায়। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। সাধারণত ভারতীয় দলে এবং আইপিএলে পরস্পরের প্রতি বেশ বন্ধুত্ব ও সম্মানের ভাবই দেখান দুই ক্রিকেটার। তাই হঠাৎ এমন ঘটনা দেখে সবাই বেশ অবাক।

জানা গিয়েছে, বিরাট কোহলি কেএল রাহুলের এক রান নেওয়ার কৌশল নিয়ে প্রথমে অসন্তোষ প্রকাশ করেন। তাতেই চটেন রাহুল।কোহলি উইকেটের পিছনে যেতেই রাহুলের সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়। ভিডিও দেখে নেটিজেনরাও বেশ হতবাক। যদিও ম্যাচের শুরুতে দুই ক্রিকেটার কিন্তু একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেটাই এমন মারাত্মক বাকযুদ্ধে পরিণত হতে দেখে সহ-খেলোয়াড়রাও অবাক হয়ে যান। যদিও স্পোর্টসম্যান স্পিরিট অচিরেই ফেরে।  ম্যাচের শেষে দু’জনকে হাসিমুখে কথা বলতে দেখা যায়। দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন ক্রিকেটপ্রেমীরা।

স্টার স্পোর্টস টুইটে জানিয়েছে, 'দিল্লিতে উত্তেজনা চরমে! মাঠে কথার লড়াইয়ে জড়ালেন বিরাট কোহলি ও কেএল রাহুল।' সরাসরি ম্যাচ দেখতে তারা তাদের স্ট্রিমিং লিঙ্কও শেয়ার করে।

এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দিল্লিকে ৬ উইকেটে হারায়। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। জবাবে আরসিবি ১৯তম ওভারে ক্রুণাল পাণ্ডিয়া ও বিরাট কোহলির অর্ধশতকের দৌলতে সহজেই টার্গেট টপকে যায়।

পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা ১০ ম্যাচে ৭টি জিতে ১৪ পয়েন্ট অর্জন করেছে। গুজরাট ৮ ম্যাচে ৬টি জিতে ১২ পয়েন্টে আছে। দিল্লি ক্যাপিটালস এখন চতুর্থ স্থানে নেমে গেছে। দিল্লির ৯ ম্যাচে ৬টি জয় এবং ১২ পয়েন্ট আছে, কিন্তু নেট রান রেটের বিচারে মুম্বই তাদের ছাড়িয়ে গেছে।

Advertisement

আরসিবি একাদশ: বিরাট কোহলি, জ্যাকব বেথেল, রজত পাতিদার, যতীশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, সুয়শ শর্মা, জশ হ্যাজেলউড, ইয়শ দয়াল।

দিল্লি ক্যাপিটালস একাদশ: ফাফ ডু প্লেসি, অভিষেক পোড়েল, করুণ নায়ার, কেএল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, দুষ্মন্থ চামিরা, কুলদীপ যাদব, মুকেশ কুমার।

Read more!
Advertisement
Advertisement