Advertisement

ICC World Cup 2023: 'ক্রাইম' করেছেন শামি? মুম্বই পুলিশকে দিল্লি পুলিশ বলল, 'প্লিজ অ্যারেস্ট করবেন না'

নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে চতুর্থবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়া দারুণ ক্রিকেট খেললেও, মহম্মদ শামির সাত উইকেট নিয়ে আলোচনা চলছে সর্বত্র। ভারতের হয়ে, ফাস্ট বোলার মহম্মদ শামি দুর্দান্ত বোলিং করেছেন। মাত্র ৫৭ রান খরচ করে নিয়েছেন ৭ উইকেট। এর মাঝেই একটা মজার পোস্ট শেয়ার করে দিল্লি পুলিশ।

वर्ल्ड कप के सेमीफाइनल में मोहम्मद शमी ने 7 विकेट लिए. वर्ल्ड कप के सेमीफाइनल में मोहम्मद शमी ने 7 विकेट लिए.
Aajtak Bangla
  • মুম্বই,
  • 16 Nov 2023,
  • अपडेटेड 11:42 AM IST

নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে চতুর্থবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়া দারুণ ক্রিকেট খেললেও, মহম্মদ শামির সাত উইকেট নিয়ে আলোচনা চলছে সর্বত্র। ভারতের হয়ে, ফাস্ট বোলার মহম্মদ শামি দুর্দান্ত বোলিং করেছেন। মাত্র ৫৭ রান খরচ করে নিয়েছেন ৭ উইকেট। এর মাঝেই একটা মজার পোস্ট শেয়ার করে দিল্লি পুলিশ।
   
দিল্লি ও মুম্বই পুলিশ পোস্ট
শামির এই দুর্দান্ত বোলিং সম্পর্কে, দিল্লি পুলিশ, মুম্বই পুলিশকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করে। যা ভাইরাল হয়ে গিয়েছে। ম্যাচের পর দিল্লি পুলিশ লিখেছে, 'মুম্বই পুলিশ, আমরা আশা করি আজকে যে হামলা মহম্মদ শামি চালয়েছেন তার জন্য আপনারা ওকে গ্রেপ্তার করবেন না।'

মুম্বই পুলিশও তাৎক্ষণিকভাবে দিল্লি পুলিশের পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছে, 'হামলা নয় আসলে শামি অসংখ্য মানুষের হৃদয় চুরি করেছেন। কোন ধারায় তাঁকে শাস্তি দেওয়া যায় সেটাই আমাদের জানা নেই। পাশাপাশি সহ-অভিযুক্তদের তালিকাও দেননি তিনি।' এই পোস্টে মুম্বই পুলিশ ম্যাচের অন্য নায়ক বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, কেএল রাহুলদের দিকেই ইঙ্গিত করেছে। এঁদের সম্পর্কে দিল্লি পুলিশ কোনও তথ্য না দেওয়ায় এমন পোস্ট। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই পোস্ট।

গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন শামি
সেমিফাইনাল ম্যাচে, টিম ইন্ডিয়া যখন নিউজিল্যান্ডের সামনে বিশাল লক্ষ্য দিয়েছিল। তখন সবাই ধরে নিয়েছিল যে টিম ইন্ডিয়া সহজেই ম্যাচ জিতে নেবে। এরপর নিউজিল্যান্ড দল শুরুটা ভাল করতে পারেনি ৩৯ রানে দুই উইকেট পড়ে যায়। এই দুই উইকেটও নিয়েছিলেন শামিই। কিন্তু এর পর ড্যারেল মিচেল ও অধিনায়ক কেন উইলিয়ামসন তৃতীয় উইকেটে দ্রুত ১৮১ রান যোগ করলে ম্যাচের রঙ বদলাতে শুরু করে দেয়।

এর পরে, অধিনায়ক রোহিত শর্মা আবারও শামির হাতেই বল তুলে দেন। ফলও মেলে সঙ্গে সঙ্গে। কেন উইলিয়ামসনের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে এই জুটি ভেঙে দেন। এই ওভারে দুই উইকেট নেন শামি। এতেই চাপে পড়ে যায় নিউজিল্যান্ড দল। তবে, পঞ্চম উইকেটে ফিলিপস এবং মিচেলের মধ্যে ৭৫ রানের জুটি ছিল ভেঙে দেন বুমরা। এতেই শেষ হয় কিউয়িদের সব আশা। পরে শামি আরও ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকর ৩২৭ রানে শেষ করে দেন।। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement