Advertisement

India Vs New Zeland : ফের চোট পেয়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন পন্ত, দলে ধ্রুব জুরেল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না উইকেট রক্ষক-ব্যাটার ঋষভ পন্ত। আজ রবিবার থেকে ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলবে ভারত। তিন ম্যাচের সিরিজ হবে। তার আগে চোট পেয়ে দল থেকে বাইরে চলে গেলেন পন্ত।

দল থেকে ছিটকে গেলেন পন্ত দল থেকে ছিটকে গেলেন পন্ত
Aajtak Bangla
  • ভাদোদরা ,
  • 11 Jan 2026,
  • अपडेटेड 11:55 AM IST
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না উইকেট রক্ষক-ব্যাটার ঋষভ পন্ত
  • শনিবার চোট পেয়ে দল থেকে বাইরে পন্ত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না উইকেট রক্ষক-ব্যাটার ঋষভ পন্ত। আজ রবিবার থেকে ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলবে ভারত। তিন ম্যাচের সিরিজ হবে। তার আগে চোট পেয়ে দল থেকে বাইরে চলে গেলেন পন্ত। তাঁর জায়গায় মাঠে দেখা যাবে ধ্রুব জুরেলকে। 

রবিবার দুপুর দেড়টায় মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। তার আগে শনিবার বিকেলে ভাদোদরার স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করছিলেন পন্ত। ব্যাট করার সময় পেটের ডান দিকে ব্যথা অনুভব করেন তিনি। তা এতটাই বেশি শুরু হয় যে, মাঠ ছাড়তে বাধ্য হন। 

ওই ক্রিকেটারকে সঙ্গে সঙ্গে এমআরআই স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম একজন বিশেষজ্ঞের সঙ্গে তাঁর ক্লিনিক্যাল এবং রেডিওলজিক্যাল রিপোর্ট বিস্তারিতভাবে বিশ্লেষণ করেন। পরীক্ষায় জানা যায়, পন্তের সাইড স্ট্রেইন (পেশী ছিঁড়ে যাওয়া) হয়েছে। ফলে ওয়ানডে সিরিজে তিনি আর খেলতেই পারবেন না। 

এরপরই নির্বাচকরা ধ্রুব জুরেলকে ডেকে নেন। BCCI সূত্রে খবর, জুরেল ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন। তাঁকেই একদিনের ক্রিকেটের এই সিরিজে পন্তের পরিবর্তে রাখা হচ্ছে। ২৪ বছর এই ব্যাটার-উইকেট রক্ষক এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৯টি টেস্ট ও ৪টি টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে এখনও ডেবিউ হয়নি একদিনের ম্যাচে। দক্ষিণ আফ্রিকা সিরিজেও তিনি ওয়ানডে টিমের প্রথম একাদশে ছিলেন। 

এদিকে অনেকে ভেবেছিলেন, ঋষভ দল থেকে বাদ পড়লে জায়গা করে নিতে পারেন ঈশান কিষান। বিজয় হজারেতে কর্নাটকের বিরুদ্ধে প্রথম ম্যাচে শতরান করেছিলেন তিনি। পরের দু’টি ম্যাচে ভালো খেলতে না পারলেও তার পরের ম্যাতে তাঁকে খেলতে হয়নি। তবে বিজয় হজারেতে আকর্ষণীয় ব্যাট করেছিলেন জুরেল। গড় ৯০-এর উপরে নিয়ে ২টি শতরান ও চারটি অর্ধশতরান করেছিলেন। সেই কারণেই তাঁকে সুযোগ দেওয়া হল বলে মনে করা হচ্ছে। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)।

Advertisement
Read more!
Advertisement
Advertisement