Advertisement

Durand Cup Eastbengal Win: বিমানবাহিনীকে আকাশে উড়িয়ে ৬-১ গোলে জয় লাল-হলুদের

Durand Cup Eastbengal Win: ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমকে বড় ব্যবধানে হারিয়ে চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) গ্রুপের তিন ম্যাচেই জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal FC)।

বিমানবাহিনীকে আকাশে উড়িয়ে টানা ৬-১ এ জয় লাল-হলুদেরবিমানবাহিনীকে আকাশে উড়িয়ে টানা ৬-১ এ জয় লাল-হলুদের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2025,
  • अपडेटेड 9:34 PM IST

Durand Cup Eastbengal Win: যদিও ম্য়াচটি ছিল নিয়মরক্ষার। কিন্তু ইস্টবেঙ্গল কোনও রকম দয়া দেখাল না। গ্রুপ লিগের সব কটি ম্যাচ জিতে অপরাজিত থেকেই পরের রাউন্ডে যাচ্ছে লাল-হলুদ বাহিনী। শনিবার এই ম্য়াচের আগে একটি সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ। তিনি বলেছিলেন, গ্রুপ পর্বে অপরাজেয় থেকেই তিনি নকআউটে যেতে চান। এর ফলে দলের আত্মবিশ্বাস অনেকটাই উপরে থাকবে। আর হেড স্যারের প্রত্যেকটা কথা যেন অক্ষরে-অক্ষরে পালন করলেন লাল-হলুদ ছাত্ররা। যদিও প্রথমার্ধে লড়াই হয়েছিল সেয়ানে সেয়ানে। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন গোলের স্টিম রোলার চালিয়ে দিল অস্কার বাহিনী।

ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমকে বড় ব্যবধানে হারিয়ে চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) গ্রুপের তিন ম্যাচেই জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal FC)। রবিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের ৬-১ গোলে তারা ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারায়। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল করলেন হামিদ আহাদাদ, বিপিন সিং, আনোয়ার আলি ও মহম্মদ বাসিম রশিদ।

ম্যাচের শুরু থেকেই বায়ুসেনা দলের বক্সে ইস্টবেঙ্গলের একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল। ৭ মিনিটে এডমুন্ড লালরিনডিকার ক্রস থেকে হেডে গোল করেন হামিদ। ২৫ মিনিটে নাওরেম মহেশ সিংয়ের থ্রু থেকে বক্সে ঢুকে গোলকিপারকে কাটিয়ে গোল করে ব্যবধান বাড়ান বিপিন। ৩৬ মিনিটে ব্যবধান কমায় বায়ুসেনা দল। জিজো জিরোনের ক্রস থেকে আমন খানের হেড পোস্টে লেগে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ২-১। ৬৩ মিনিটে মিগুয়েলের কর্নার থেকে হেডে গোল করেন আনোয়ার। পরিবর্ত হিসেবে মাঠে নেমেই ৬৮ মিনিটে দূরপাল্লার শটে গোল করেন রশিদ। ৮৫ মিনিটে এডমুন্ডের ক্রস শুভজিৎ সেভ করার পর ফিরতি বল জালে জড়িয়ে দেন পরিবর্ত সল ক্রেসপো। সংযোজিত সময়ে হেডে গোল করে ব্যবধান বাড়ান ডেভিড লাললানসাঙ্গা।

আরও পড়ুন

তবে যত গোল হয়েছে, তার চেয়ে বেশি আরও সুযোগ হয়েছে। এদিনও সুযোগ নষ্ট না করলে এক ডজনের বেশি গোল দিতে পারত ইস্টবেঙ্গল। শক্তিশালী দলের বিরুদ্ধে এত সুযোগ নষ্ট করলে সমস্যায় পড়তে হতে পারে। মিগুয়েল ফেরেইরা দামাস্কেনো দারুণ পারফরম্যান্স করেন। মাঝমাঠ নিয়ন্ত্রণ করলেন এই ব্রাজিলিয়ান। সতীর্থদের একের পর এক গোলের ঠিকানা লেখা বল বাড়ালেন। কিন্তু অধিকাংশ সুযোগই নষ্ট হল। আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন লিওনেল সিবিলেও ভালো পারফরম্যান্স করেন। এয়ারফোর্সের গোলকিপার শুভজিৎ বসু ঢাল হয়ে দাঁড়িয়ে একাধিক নিশ্চিত গোল বাঁচান। তবে দলের হার বাঁচাতে পারেননি তিনি।

Advertisement

কোয়ার্টার ফাইনালে কলকাতা ডার্বি?
ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) নিজেদের গ্রুপের শীর্ষ থাকলেও, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে কলকাতা ডার্বি হতে পারে বলে শোনা যাচ্ছে। ডুরান্ড কমিটির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, নিয়ম এরকম নয়। শেষ পর্যন্ত কী হবে তা ২-১ দিনের মধ্য়েই বোঝা যাবে।

 

Read more!
Advertisement
Advertisement