Advertisement

Kolkata Deby: মরসুমের প্রথম ডার্বি জয় ইস্টবেঙ্গলের, ৭৭ রানে মোহনবাগানকে হারাল লাল-হলুদ

ফুটবলে এ মরসুমে একবারও ডার্বি (Kolkata Derby) জেতা হয়নি। তবে ক্রিকেটে সেটাই করে দেখালেন আব্দুল মুনায়ামরা। মোহনবাগানকে (Mohun Bagan) ৭৭ রানে হারাল ইস্টবেঙ্গল (East Bengal)। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় লাল-হলুদ। কলকাতার ভিডিওকন মাঠে, শনিবার বেশ জমে ওঠে বাংলা ক্রিকেটের ডার্বি (Cricket Derby)।

ইস্টবেঙ্গল দলইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2025,
  • अपडेटेड 9:49 PM IST

ফুটবলে এ মরসুমে একবারও ডার্বি (Kolkata Derby) জেতা হয়নি। তবে ক্রিকেটে সেটাই করে দেখালেন আব্দুল মুনায়ামরা। মোহনবাগানকে (Mohun Bagan) ৭৭ রানে হারাল ইস্টবেঙ্গল (East Bengal)। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় লাল-হলুদ। কলকাতার ভিডিওকন মাঠে, শনিবার বেশ জমে ওঠে বাংলা ক্রিকেটের ডার্বি (Cricket Derby)। শেষদিন মোহনবাগানের জয়ের জন্য দরকার ছিল মাত্র ২৬৪ রান। আর হাতে ছিল ৫২২টি বল। আর ঠিক উল্টোদিকে ফাইনালে ওঠার জন্য ইস্টবেঙ্গলের দরকার ঠিক ৫টি উইকেট (Mohun Bagan vs East Bengal Cricket Live)।

সন্দীপনের লড়াকু সেঞ্চুরি
দারুণ সেঞ্চুরি করেন সন্দীপন দাস। ইস্টবেঙ্গল প্রথম ইনিংসে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে ৯ উইকেট হারিয়ে ইস্টবেঙ্গল তোলে ৪০৯ রান। যদিও একটা সময় লাল হলুদের রান ছিল ৬ উইকেট হারিয়ে ৩১০। কিন্তু সেখান থেকে দুরন্ত লড়াই করেন সন্দীপন দাস। বলা চলে, দুর্দান্ত ক্রিকেট উপহার দেন। ম্যাচের সপ্তম উইকেটে শ্রেয়ান চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন তিনি (Mohun Bagan vs East Bengal Cricket Highlights)।

যদিও শ্রেয়ান প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৩০ রানে। কিন্তু তারপর নেমে অলরাউন্ডার সুরজ সিন্ধু জয়সওয়াল এবং কনিষ্ক শেঠ খুব বেশি রান যোগ করতে পারেননি। তবে হাল ছাড়েননি সন্দীপন নিজে। কার্যত, অসাধারণ ক্রিকেট উপহার দেন এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটার (Mohun Bagan vs East Bengal Cricket match today)।

তাঁর সংগ্রহে ২৩৬ বলে ১০৮ রান এবং অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। তবে শুধু সন্দীপন একা নন। সাত্যকি দত্তও বেশ ভালো খেলেন, তাঁর সংগ্রহে ১০৭ রান। আর সেই সুবাদেই ইস্টবেঙ্গলের স্কোর তখন ৯ উইকেট হারিয়ে ৪০৯ রান। মোহনবাগানের হয়ে ৫ উইকেট পেয়েছেন সৌরভ হালদার।

মোহনবাগান এসি'র শুভঙ্কর বল ১৪৮ (৩৩৮) কিছুটা লড়াই চালালেও তা যথেষ্ট ছিল না। ইস্টবেঙ্গল ক্লাবের শ্রেয়ান চক্রবর্তী ৪ উইকেট নেন, পাশাপাশি বিকাশ সিং নেন ২ উইকেট।

Advertisement
Read more!
Advertisement
Advertisement