Advertisement

East Bengal Transfer News: আবার ধাক্কা, ইস্টবেঙ্গলে আসছেন না তারকা ফুটবলার

সময়টা কিছুতেই ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের। একাধিক তারকা ফুটবলারের চোটের ফলে অবস্থা এমন যে, প্রথম একাদশ বাছাই করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর কাছে। আর এর মধ্যেই আরও এক খারাপ খবর লাল-হলুস সমর্থকদের জন্য। রবসন রবিনহোকেও তারা পাচ্ছে না। 

east bengal
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2024,
  • अपडेटेड 6:56 AM IST

সময়টা কিছুতেই ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের। একাধিক তারকা ফুটবলারের চোটের ফলে অবস্থা এমন যে, প্রথম একাদশ বাছাই করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর কাছে। আর এর মধ্যেই আরও এক খারাপ খবর লাল-হলুস সমর্থকদের জন্য। রবসন রবিনহোকেও তারা পাচ্ছে না। 

কী কারণে রবসন আসছেন না?
অস্কার লাল-হলুদ শিবিরের দায়িত্ব নেওয়ার পরই সমর্থকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল দলে আসবেন নতুন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসন রবিনহো (Robson Robinho)। কারণ ইস্টবেঙ্গলের (East Bengal FC)নব নিযুক্ত কোচের সঙ্গে এই ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের সম্পর্ক বেশ ভালো। দীর্ঘদিন বাংলদেশের ক্লাব বসুন্ধরা কিংসে (Bashundhara Kings) এই কোচের অধীনেই রবিনহো খেলেছিলেন একধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই তাঁর দলে আসা নিয়ে বেশ উচ্ছাসিত ছিলেন লাল-হলুদ সমর্থকরা। বসুন্ধরা কিংসে তাঁর বিদায়ের পর থেকেই জল্পনা উঠেছিল, তিনি কলকাতার কোনো বড় ক্লাবের সঙ্গে চুক্তি করবেন কি না। 

তবে এবার তাঁদের স্বপ্নে জল ঢেলে দিলেন রবসন রবিনহো নিজেই। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে যে, রবসন সই করেছেন ব্রাজিলের ক্লাব আগুয়া সান্টা ক্লাবে, এবং সেই চুক্তি ২০২৫ সালের শেষ পর্যন্ত স্থায়ী হবে।

রবসন রবিনহো

ইস্টবেঙ্গলের পক্ষে এখন রবসন রবিনহোকে সই করানো সম্ভব হচ্ছে না। বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর তিনি ক্লাবের ওপর ক্ষোভ উগড়ে দেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রবসন লেখেন, 'ক্লাবের নায়কদের যথাযোগ্য সম্মান দেওয়া উচিত এবং সেই বিষয়ে আরও মনোযোগ দেওয়া দরকার।' বসুন্ধরা কিংসের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হওয়ার পরই ইস্টবেঙ্গলের সঙ্গে আলোচনা শুরুর খবর ছড়িয়ে পড়েছিল। তবে, রবসন কলকাতার ক্লাবের সঙ্গে চুক্তি না করে, আগেই সই করে ফেলেছেন ব্রাজিলের ক্লাব আগুয়া সান্টার সঙ্গে।

Advertisement

ফলে ক্লেইটন সিলভাকে নিয়েই বাকি মরসুম খেলতে হবে লাল-হলুদকে। এ মরসুমে একেবারেই ছন্দে নেই তিনি। তবুও এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে ছাড়তে পারছে না লাল-হলুদ ক্লাব। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement