Advertisement

India vs South Africa Test: ইডেনে ভারত নাকি দঃ আফ্রিকা, টেস্টে কার পাল্লা ভারী? অতীত যা বলছে...

১৪ তারিখ, শুক্রবার প্রথম টেস্টে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। খেলা কলকাতার ইডেন গার্ডেন্সে। আর এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের দৃষ্টিকোণ থেকে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এই ম্যাচের বিরাট গুরুত্ব রয়েছে। আর সেই বিষয়টা বাদ দিলেও রাজ্যবাসীর জন্য আরও একটা বড় খবর রয়েছে। আসলে ৬ বছর বাদে আবার টেস্ট ক্রিকেট হতে চলেছে এই মাঠে। তাই ক্রিকেটপ্রেমীদের মধ্যেও রয়েছে আলাদা উন্মাদনা। সকলেই জানতে চাইছেন, এর আগে ভারত এবং দক্ষিণ আফ্রিকা এই মাঠে কতগুলি টেস্ট খেলেছে? তার ফলাফল কী হয়? আসুন এই সব উত্তর জেনে নেওয়া যাক।

ইডেন গার্ডেন্স ভারত ও দক্ষিণ আফ্রিকাইডেন গার্ডেন্স ভারত ও দক্ষিণ আফ্রিকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2025,
  • अपडेटेड 10:26 AM IST
  • আসলে ৬ বছর বাদে আবার টেস্ট ক্রিকেট হতে চলেছে এই মাঠে
  • এর আগে ভারত এবং দক্ষিণ আফ্রিকা এই মাঠে কতগুলি টেস্ট খেলেছে?
  • তার ফলাফল কী হয়? আসুন এই সব উত্তর জেনে নেওয়া যাক

১৪ তারিখ, শুক্রবার প্রথম টেস্টে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। খেলা কলকাতার ইডেন গার্ডেন্সে। আর এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের দৃষ্টিকোণ থেকে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এই ম্যাচের বিরাট গুরুত্ব রয়েছে। আর সেই বিষয়টা বাদ দিলেও রাজ্যবাসীর জন্য আরও একটা বড় খবর রয়েছে। আসলে ৬ বছর বাদে আবার টেস্ট ক্রিকেট হতে চলেছে এই মাঠে। তাই ক্রিকেটপ্রেমীদের মধ্যেও রয়েছে আলাদা উন্মাদনা। সকলেই জানতে চাইছেন, এর আগে ভারত এবং দক্ষিণ আফ্রিকা এই মাঠে কতগুলি টেস্ট খেলেছে? তার ফলাফল কী হয়? আসুন এই সব উত্তর জেনে নেওয়া যাক।

কতগুলি ম্যাচ খেলা হয়েছে?

এখনও পর্যন্ত এই মাঠে তিনটি টেস্ট হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার। শেষ টেস্টটি হয় ২০১০ সালে। সেই ম্যাচটি ৫৭ রানে জিতে যায় ভারত।

অন্যদিকে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্টটি হয় ২০০৪ সালে। এই ম্যাচটাও ৮ উইকেটে জিতে নেয় ভারত।

তবে ১৯৯৬ সালে প্রথমবার যখন এই মাঠে নেমেছিল দুই দল, সেই ম্যাচে খারাপ ফল করে আমাদের দেশ। ম্যাচটি ৩২৯ রানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

অর্থাৎ এই পরিসংখ্যান দেখলে এটা পরিষ্কার যে হেড-টু-হেডে এগিয়ে রয়েছে ভারত। ৩টি ম্যাচের মধ্যে ২টি জিতেছে ব্লু-ব্রিগেড। অপরদিকে ১টি জিতেছে দক্ষিণ অফ্রিকা।

ভারতের কী কী রেকর্ড রয়েছে?

এই মাঠে ভারত খেলেছে ৪২টা টেস্ট। ১৯৩৪ সালে প্রথমবারের জন্য এই মাঠে টেস্ট খেলে ভারত। আর শেষ টেস্টটা হয় ২০১৯ সালে। এখানে ১৩টি ম্যাচ জিতেছে ভারত। অপরদিকে ৯টি ম্যাচ হারতে হয়েছে। আর ২০টি ম্যাচ হয়েছে ড্র।

ভারত এই মাঠে প্রথম জয় পায় ১৯৬১-৬২ সালে। সেই ম্যাচে ১৮৭ রানে জয় পায় ভারত।

কবে থেকে শুরু হচ্ছে খেলা?

১৪ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। প্রথম খেলাটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। অপরদিকে সেকেন্ড টেস্টটি খেলা হবে ২২ নভেম্বর। সেটি হবে গুয়াহাটিতে।

Advertisement

নিরাপত্তার চাদরে ঘেরা হয়েছে ইডেনকে

দিল্লি বিস্ফোরণের পর থেকেই হাই অ্যালার্টে চলে গিয়েছে সারা দেশ। আর সেই তালিকায় বাদ নেই কলকাতা। বিশেষত, ইডেনে হাই প্রোফালই ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ থাকায় আরও বেশি সতর্কতা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে ইডেনকে। চলছে নাকা চেকিং। পাশাপাশি দুই টিম যেই হোটেলে রয়েছে, সেখানেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

যতদূর খবর, প্র্যাকটিস থেকে ম্যাচের শেষ দিন পর্যন্ত, হাই সিকিউরিটি পাবে ইডেন। নিরাপত্তা কোনও খামতি রাখা হবে না।

Read more!
Advertisement
Advertisement