Advertisement

Eden Gardens: মাত্র ৬০ টাকায় দেখা যাবে ভারত-দঃ আফ্রিকা ম্যাচ, টেস্টে আগ্রহ বাড়াতে উদ্যোগ সৌরভের

টেস্ট ক্রিকেট দেখতে ভিড় জমাচ্ছেন না সাধারণ দর্শকরা। আর সে কারণেই বড় পদক্ষেপ নিল সিএবি। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অল্প দামে টিকিট ছাড়ার সিদ্ধান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়দের। যে দামে টিকিট দেওয়া হচ্ছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। সিএবি সূত্রের খবর, মাত্র ৬০ টাকায় দেখা যাবে ম্যাচ।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও ইডেন গার্ডেন্সসৌরভ গঙ্গোপাধ্যায় ও ইডেন গার্ডেন্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2025,
  • अपडेटेड 12:32 PM IST

টেস্ট ক্রিকেট দেখতে ভিড় জমাচ্ছেন না সাধারণ দর্শকরা। আর সে কারণেই বড় পদক্ষেপ নিল সিএবি। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অল্প দামে টিকিট ছাড়ার সিদ্ধান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়দের। যে দামে টিকিট দেওয়া হচ্ছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। সিএবি সূত্রের খবর, মাত্র ৬০ টাকায় দেখা যাবে ম্যাচ।

দৈনিক ষাট টাকায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচের টিকিট। চোদ্দ নভেম্বর থেকে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেষ্ট খেলবেন শুভমান গিলরা। সিরিজের প্রথম টেস্ট। তার ওপর প্রোটিয়ারা অনেকদিন পরে ইডেনে টেস্ট খেলতে আসছেন। ফলে আগ্রহ বাড়ছে।  বিরাট কোহলি,রোহিত শর্মাহীন ভারতীয় দল প্রথমবার  ইডেনে খেলবে। নতুন প্রজন্মের হাতে ভারতীয় দল। ইংল্যান্ড সফরে ভালো পারফরম্যান্স করার পরে দেশের মাটিতে ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে স্টিমরোলার চালাচ্ছে ভারতীয় দল।  

ফলে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে তাদের চোখের সামনে থেকে দেখার আগ্রহ থাকবেই। সেই আগ্রহে টিকিটের দাম যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তার জন্য সিএবি উদ্যোগী। সৌরভের নেতৃত্বাধীন নতুন কমিটির প্রথম অ্যাপেক্স কমিটির বৈঠকে মূল সিদ্ধান্ত হয়েছে আসন্ন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের টিকিটের দাম। চার স্তরে টিকিটের দাম ভাগ করা হয়েছে। 

নুন্যতম তিনশো টাকার পরে বাকি তিন স্তরে টিকিটের দাম করা হয়েছে ৭৫০, ১০০০, ১২৫০। শীতের ইডেনে ফের ক্রিকেটের আসর। ফলে পুরানো টেস্ট ম্যাচের মেজাজ ফেরানোই লক্ষ্য।  বিশেষ করে দর্শকদের টেস্ট ম্যাচ দেখতে দর্শকদের মাঠমুখী করতেই নুন্যতম দৈনিক টিকিটের দাম ৬০ টাকা রাখা হয়েছে। সিএবি আশাবাদী দর্শকের মাঠে আসার ব্যাপারে। বিশেষ করে নতুন প্রজন্মকে টানতে চাইছে তারা। এদিকে ১৫ অক্টোবর থেকে ইডেনে বাংলা রঞ্জি অভিযান শুরু করছে। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। এই ম্যাচে খেলবেন মহম্মদ শামি। সোমবার অনুশীলনে যোগ দেবেন। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন বাংলা দল প্রথম থেকেই ভালো ফলের ব্যাপারে আশাবাদী।

Advertisement
Read more!
Advertisement
Advertisement