Advertisement

Eden Gardens: ইডেনে হাই ভোল্টেজ টেস্ট ম্যাচ চলতি বছরেই, কবে থেকে?

অক্টোবরে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হচ্ছে না ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) ম্যাচ। তবে হতাশ হওয়ার কিছু নেই। কারণ ইডেনে হবে আরও বড় এক ম্যাচ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টেস্ট ম্যাচ। ফলে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। দল হিসাবে যে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দক্ষিণ আফ্রিকা অনেক বেশি শক্তিশালী। ফলে ম্যাচ জমে যাবে। 

ইডেন গার্ডেন্সইডেন গার্ডেন্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jun 2025,
  • अपडेटेड 1:26 PM IST

অক্টোবরে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হচ্ছে না ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) ম্যাচ। তবে হতাশ হওয়ার কিছু নেই। কারণ ইডেনে হবে আরও বড় এক ম্যাচ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টেস্ট ম্যাচ। ফলে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। দল হিসাবে যে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দক্ষিণ আফ্রিকা অনেক বেশি শক্তিশালী। ফলে ম্যাচ জমে যাবে। 

নভেম্বর মাসে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল, ১৪-১৮ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ হবে ক্রিকেটের নন্দন কাননে। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে সরে এসে ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। 

প্রথমে ঠিক ছিল, ১০-১৪ অক্টোবর ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ইডেনে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচটি হওয়ার কথা ছিল দিল্লিতে। ১৪-১৮ নভেম্বর। কিন্তু সেই সময় রাজধানীতে দূষণের জন্য প্রত্যেক বছরই দৃশ্যমানতা কমে যায়। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সেই কারণেই ইডেন ও ফিরোজ শাহ কোটলা (অরুণ জেটলি স্টেডিয়াম)-র ম্যাচ অদলবদল হয়েছে।  

পাশাপাশি ম্যাচ সরানো হয়েছে চেন্নাই থেকেও। চেন্নাইয়ে মাঠ সংস্কারের কাজ চলছে বলে ভারত বনাম অস্ট্রেলিয়ার মহিলাদের ওয়ান ডে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হল নিউ চণ্ডীগড়ে। শুভমন গিলের ক্যাপ্টেন্সিতে ভারতীয় টেস্ট দলের নতুন অধ্যয় শুরু হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে তাঁর ক্যাপ্টেন্সির অভিষেক হতে চলেছে। সেদিকে নজর থাকবে সকলের। 

গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে ভারত ফাইনালে পৌঁছতে পারেনি। ফলে এবার নতুন করে ঝাঁপাতে চাইছে টিম ইন্ডিয়া। এর মধ্যেই বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসর নিয়ে নেওয়ায় কিছুটা হলেও উদ্বেগে ভারতীয় দলের ফ্যানরা। যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারতীয় দলে এমন কিছু ক্রিকেটার আছেন যারা এই অভাব ঘুচিয়ে দিতে পারেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement