Advertisement

BCCI New Rules: 'ঘরোয়া ক্রিকেটে না খেললে জাতীয় দলে আর সুযোগ নয়', নির্দেশ BCCI-এর

সব খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। উঠতি খেলোয়াড়দের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও তৈরি হবে। প্রতিভা বিকাশের ধারাবাহিকতা নিশ্চিত করবে। এই নির্দেশ সবাইকে মানতে হবে। কাউকে ছাড় দেওয়ার কোনও প্রশ্ন নেই। 

'ঘরোয়া ক্রিকেটে না খেললে জাতীয় দলে আর সুযোগ নয়', নির্দেশ BCCI-এর'ঘরোয়া ক্রিকেটে না খেললে জাতীয় দলে আর সুযোগ নয়', নির্দেশ BCCI-এর
Aajtak Bangla
  • মুম্বই,
  • 16 Jan 2025,
  • अपडेटेड 11:03 PM IST

BCCI New Rules: সমস্ত খেলোয়াড়দের জন্য জাতীয় দলে খেলার শর্ত হিসেবে ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক করল বিসিসিআই (BCCI)। এ ক্ষেত্রে কে কতো বড়ো নাম, তা দেখা হবে না বলেও ইঙ্গিত মিলেছে। জাতীয় দলে তাঁরাই খেলার সুযোগ পাবেন, যাঁরা যখন জাতীয় দলের খেলা থাকবে না, তখন ঘরোয়া ক্রিকেটে তাঁদের খেলতেই হবে।

নির্দেশিকা অনুযায়ী জাতীয় দলে এবং কেন্দ্রীয় চুক্তির জন্য তাঁরাই বিবেচিত হবে, সে জন্য এই নিয়ম মানতেই হবে। এই নীতি সুনিশ্চিত করবে যে, খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট ইকোসিস্টেমের সাথে সংযুক্ত থাকবে। পাশাপাশি জাতীয় দলে খেলা অভিজ্ঞ তারকাদের সান্নিধ্যে উঠতি প্রতিভারও বিকাশ হবে। 

পাশাপাশি নিয়মিত ম্যাচ খেললে ম্যাচ ফিটনেস বজায় থাকবে এবং সামগ্রিক ঘরোয়া কাঠামোকে শক্তিশালী করবে। উঠতি খেলোয়াড়দের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও তৈরি হবে। প্রতিভা বিকাশের ধারাবাহিকতা নিশ্চিত করবে। এই নির্দেশ সবাইকে মানতে হবে। কাউকে ছাড় দেওয়ার কোনও প্রশ্ন নেই। 

আরও পড়ুন

এর আগে মাত্র ২ দিন আগেই নির্দেশ এসেছিল, ৪৫ দিনের ট্যুরে স্ত্রীরা মাত্র ২ সপ্তাহ ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে। এবার এলও আরও একটি নতুন নির্দেশিকা। চলতি বছরে টি২০ বিশ্বকাপ জেতার পর টি২০ ফরম্যাট ছাড়া ভারতের অন্য় দুই ফরম্যাটে পারফরম্যান্স ভাল নয়। গৌতম গম্ভীর কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই হীনবল শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হারতে হয়েছে। অন্যদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ ও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ হেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যায়। এরপরই কড়া হাতে সিস্টেমের হাল ধরতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।


 

Read more!
Advertisement
Advertisement