Advertisement

Shubman Gill : 'রোহিতের হাত থেকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব নিতে তৈরি শুভমন '

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা খেলবেন কি না তা এখন থেকে জানা অসম্ভব। তবে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল ৫০ ওভারের ক্রিকেটেও দলনেতার দায়িত্ব কাঁধে তুলে নিতে সক্ষম।

Rohit Sharma And Gill Rohit Sharma And Gill
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 06 Aug 2025,
  • अपडेटेड 3:29 PM IST
  • রোহিত শর্মার জায়গায় ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব সামলাতে সক্ষম গিল
  • এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার কাইফ

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা খেলবেন কি না তা এখন থেকে জানা অসম্ভব। তবে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল ৫০ ওভারের ক্রিকেটেও দলনেতার দায়িত্ব কাঁধে তুলে নিতে সক্ষম। এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। 

কাইফের এই বয়ান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। কারণ, রোহিত-কোহলি-অশ্বিনের মতো সিনিয়ার খেলোয়াড় ছাড়া এই টিম ইংল্যান্ডে ড্র করে আসবে এমনটা ভাবতেও পারেননি অনেককে। এর অনেকটাই কৃতিত্ব শুভমনকেই দিতে চাইছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁদের মতে, শুভমন টেস্টে নেতৃত্ব দিয়ে ও মাঠের ভিতর একাধিক বড় বড় সিদ্ধান্ত নিয়ে  প্রমাণ করে দিয়েছেন, তিনি একদিনের ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব সামলাতেও প্রস্তুত।

কেন শুভমন একদিনের ক্রিকেটের দায়িত্ব সামলাতে সক্ষম? কাইফ বলেন, 'খুব ঠান্ডা মাথার ছেলে শুভমন। চাপের সময়ও ও বড় সিদ্ধান্ত নিতে পারে। নিজেকে শান্ত রাখতে জানে। রোহিতের জায়গায় অধিনায়কের দায়িত্ব সামলানোর সব ক্ষমতা ওর আছে। কারণ, রোহিত কতদিন অধিনায়কত্ব সামলাবেন তা আমরা জানি না। এমনিতেই শুভমন সাদা বলের ম্যাচে ভালো রান করে। তার উপর টেস্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। অধিনায়ক হওয়ার পর  নিজেও রান পেয়েছে ব্যাটে। এটা খুব ভালো একটা দিক।' 

মাত্র ২৫ বছর বয়সের গিল দলকে নেতৃত্ব দিলে তাঁর ব্যাটিংয়ে প্রভাব পড়বে বলে দাবি করেছিলেন সমালোচকরা। সেই কথা মনে করিয়ে দিয়ে মহম্মদ কাইফ বলেন, 'শুভমনকে অধিনায়ক করার সময় তাঁর টেস্টের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে ও ব্যাট হাতে জবাব দিয়েছে। যখন প্রয়োজন পড়েছে রান করেছে। তাই তাকে নিয়ে প্রশ্ন তোলার কোনও অবকাশ নেই।' 


সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরে গিল ৫ ম্যাচে ৭৫৪ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৭৫। ১৪৭ রানের চমৎকার ইনিংস দিয়ে সিরিজ শুরু করেন গিল। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন। তার মধ্যে একটা জোড়া শতরানও ছিল। এরপর চতুর্থ টেস্টেও শতরান করেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement