Advertisement

Sourav Ganguly on Rohit Sharma: 'রোহিতকেই দায়িত্ব নিতে হবে,' টিম ইন্ডিয়ার শোচনীয় টেস্ট পারফর্ম্যান্সে উদ্বিগ্ন সৌরভ

রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল World Test Championship ২০২৫ ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর টেস্ট সিরিজে হেরেছে ভারত। সব মিলিয়ে টেস্ট ফরম্যাটে ভারতীয় দলের পারফর্ম্যান্স শোচনীয়।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও রোহিত শর্মাসৌরভ গঙ্গোপাধ্যায় ও রোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2025,
  • अपडेटेड 11:46 AM IST
  • 'রোহিত শর্মাকে দায়িত্ব নিতেই হবে'
  • 'লাল বলে ভারতের পরিস্থিতি ভাল নয়'
  • ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত

ভারতীয় দলের টেস্ট ক্রিকেটে পারফর্ম্যান্স নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, ভারতীয় দল টেস্ট ম্যাচে ভাল খেলতে পারছে না। টেস্ট ফরম্যাটে দলের ঘুরে দাঁড়ানোর দায়িত্ব অধিনায়ক রোহিত শর্মাকে নিতে হবে।

রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল World Test Championship ২০২৫ ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর টেস্ট সিরিজে হেরেছে ভারত। সব মিলিয়ে টেস্ট ফরম্যাটে ভারতীয় দলের পারফর্ম্যান্স শোচনীয়। ভারতের এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করছেন সৌরভ। ভারতের অন্যতম সফল অধিনায়কের বক্তব্য, রোহিত টেস্ট ব্যাটার হিসেবে আরও ভালও খেলতে পারেন। টেস্টে ভারতের হারানো জমি ফিরে পেতে রোহিতকে দরকার। প্রসঙ্গত, চলতি বছরেই ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। 

'রোহিত শর্মাকে দায়িত্ব নিতেই হবে'

সৌরভের কথায়, 'গত ৪-৫ বছরে লাল বলে ওর পারফর্ম্যান্স আমায় অবাক করেছে। ও দুর্দান্ত প্লেয়ার, আরও ভাল করতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ কঠিন হবে। ভারতীয় দলকে পারফর্ম্যান্সে ফিরতে রোহিতকে ভাবনা-চিন্তা শুরু করে দেওয়া দরকার। ঠিক অস্ট্রেলিয়ার মতোই বলে স্যুইং ও সিম দেখা যাবে ইংল্যান্ডের পিচে। ভারতের রোহিতকে দরকার। অন্যতম সেরা প্লেয়ার।' একই সঙ্গে তাঁর বক্তব্য, ভারতকে টেস্টে ফেরাতে রোহিত শর্মাকে দায়িত্ব নিতেই হবে।

'লাল বলে ভারতের পরিস্থিতি ভাল নয়'

রোহিতের উদ্দেশ্যে সৌরভের বার্তা, 'সাদা বলে ও নিজের খেলাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আমি জানি না, ও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবে কিনা, যদিও আমার কথা শুনতে পায়, তাহলে বলব, লাল বলে ভারতীয় দলকে পারফর্ম্যান্সে ফেরাতে রোহিত শর্মাকে দায়িত্ব নিতে হবে। লাল বলে ভারতের পরিস্থিতি ভাল নয়।'

ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত

আগামী ২০ জুন ইংল্যান্ডে টেস্ট সিরিজ শুরু হবে। ভারতীয় দল ৫ ম্যাচের টেস্ট খেলবে ইংল্যান্ডের মাটিতে। ২০০৭ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে একটিও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement