প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির (Vinod Kambli Health) শারীরিক অবস্থা ভাল নয়। তাঁকে ভর্তি করা হয়েছে থানের একটি বেসরকারি হাসপাতালে। শারীরিক পরীক্ষার পর ডাক্তাররা জানালেন, কাম্বলির ব্রেনে বাল্ড ক্লট রয়েছে। অর্থাত্ মস্তিষ্কে জমাট রক্ত।
গত ২৩ ডিসেম্বর অর্থাত্ মঙ্গলবার বিনোদ কাম্বলিকে থানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২১ ডিসেম্বর থেকেই কাম্বলির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ৫২ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটারের চিকিত্সারত ডাক্তারবিবেক ত্রিবেদী জানান, বিনোদ কাম্বলির প্রস্রাবে সংক্রমণের সমস্যাও রয়েছে। যার ফলে ক্র্যাম্প হচ্ছে। সেই সমস্যারও চিকিত্সা চলছে।
শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে
থানের হাসপাতালে কাম্বলির চিকিত্সায় গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ওই হাসপাতালের প্রধান এস সিং সিদ্ধান্ত নিয়েছেন, কাম্বলি যতদিন বেঁচে থাকবেন, তাঁর সব রকমের চিকিত্সার দায়িত্ব ওই হাসপাতালের।
কাম্বলির অসুস্থতা স্পষ্ট লক্ষ্য করা গিয়েছে
১৯৯৬ সালের বিশ্বকাপে ভারতীয়দলের অন্যতম সদস্য ও ওপেনিং ব্যাটার কাম্বলির শারীরিক অবস্থা প্রায় এক দশকের বেশি সময় ধরেই ভাল নয়। অবসরের পর থেকে আর্থিক সঙ্কটেও ভুগছেন তিনি। সম্প্রতি ছেলেবেলার কোচ রমাকান্ত আর্চরেকরের স্মরণসভায় বাল্যবন্ধু সচিন তেন্ডুলকারের সঙ্গে কাম্বলির সাক্ষাতের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেও কাম্বলির অসুস্থতা স্পষ্ট লক্ষ্য করা গিয়েছে। খানিকটা অপ্রকৃতিস্থও।
২০১৩ সালে কাম্বলির হার্ট অ্যাটাক হয়েছিল
আর্থিক সঙ্কটে থাকা অসুস্থ বিনোদ কাম্বলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একাধিক প্রাক্তন ক্রিকেটার। ২০১৩ সালে কাম্বলির হার্ট অ্যাটাক হয়েছিল। সম্প্রতি একটি পডকাস্টে কাম্বলি স্বীকার করেছেন, সেই সময় লীলাবতী হাসপাতালে তাঁর চিকিত্সার সব খরচ দেন সচিন। কাম্বলির সাহায্যের জন্য এগিয়ে এসেছেন সুনীল গাভাস্কার, কপিল দেবের মতো প্রাক্তন ক্রিকেটাররাও।