
ভারতের মহিলা দল বিশ্বকাপ জেতার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও। এক চ্যানেলকে দেওয়া সেই ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন ও বিসিসিআই-এর প্রাক্তন অধিনায়ক সৌরভ। সেই ভিডিও ক্লিপে দেখা গিয়েছিল, সৌরভ বলছেন, 'মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই।' তবে সৌরভ একেবারেই এমন নন। জানিয়ে দিলেন ঝুলন গোস্বামী।
বাহ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মহিলাদের ক্রিকেটে সৌরভের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন ঝুলন। ভারতের মহিলা দলের কিংবদন্তি ক্রিকেটার জানান, সৌরভ তাঁর মেয়ে সানাকে ঝুলনের মতো বানাতে চেয়েছিলেন। তিনি বলেন, ' আমি অবসর নেওয়ার পর, মহারাজদা বলেছিলেন, সানা যদি এখন হত, আমি বলতাম ঝুলনের মতো ক্রিকেটার হতে। এর থেকে আর কী বলার আছে। এটা আমার কাছে বিরাট পাওনা।'
শুধু তাই নয়, সৌরভ বিসিসিআই সভাপতি থাকার সময়ই ছেলেদের সমান বেতন মেয়েদের জন্যও চালু করেছিলেন। পাশাপাশি চালু করেছিলেন উইমেন প্রিমিয়ার লিগ। সেই লিগেই সামলেছেন দিল্লি ক্যাপিটালসের দলের দায়িত্ব। টিপস দিয়েছেন দলের ক্রিকেটারদের। সে কথাও কোনও ক্রিকেটপ্রেমীর অজানা নয়। ঝুলন বলেন, 'মহারাজদার মতন একজন মানুষ, এই রকম স্ট্যাচারের মানুষ, উনি যখন এই কথাটা বলেছে, গত বছর ডব্লুপিএলে ডিসি টিমের ডাগআউট এও ছিলো, টিমের সঙ্গে ট্রাভেল করেছে। আমি প্লেয়ারদের জিজ্ঞাসা করেছিলাম, তোমরা কী শিখছো, কী জানতে চাইছো? মানে এটা তো একটা বড় পাওয়া।'
সৌরভ গঙ্গোপাধ্যায় যে বাঙালির কাছে বিরাট বড় অনুপ্রেরণা তা আরও একবার মনে করিয়ে দেন ঝুলন। ভারতের কিংবদন্তি পেসার বলেন, 'ওনার মতো মানুষ ড্রেসিংরুমে রয়েছে, সিআইবি তে আছে বা ডাগআউটে বসে আছে সেটা ভাবা যায়? এটা একটা বিরাট মোটিভেশন ফ্যাক্টর। একই সঙ্গে সিএবিতে যখন প্রশাসক হিসেবে এলো তখনও প্রচুর কাজ করেছে।'
কিন্তু এর মধ্যেও বাঙালি তাঁকে অসম্মান করে চলেছে। এ নিয়ে বেশ ক্ষুব্ধ ঝুলন। তিনি বলেন, 'আমরা বাঙালীরা তাকে অসম্মান করে চলেছে। এটা খুব দুর্ভাগ্যজনক। এরকম ভাবে কাউকে বিচার করা উচিত না।'