
পার্থের পর অ্যাডিলেডেও হার। সিরিজ হাতছাড়া। এত সব খারাপ খবরের মাঝে ভারতীয় দলের কাছে স্বস্তি রোহিত শর্মার (Rohit Sharma) ফর্মে ফেরা। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর, দ্বিতীয় ম্যাচে চাপের মধ্যেও ৯৭ বলে ৭৩ রানের ইনিংস। সেই ম্যাচের পরেই কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) রসিকতা, 'আজ কি বিদায়ী ম্যাচ ছিল? সবাই মনে করছিল, এটাই তোমার শেষ ম্যাচ। একটা ছবি তো তোলো।'
কোচের কথা শুনে কী করলেন রোহিত?
গম্ভীরের কথা শূনে হেসে ফেলেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। ২০২৭ সালে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকার। সেই বিশ্বকাপ অবধি ভারতের হয়ে খেলতে চান রোহিত। ৩৮ বছর বয়সী এই তারকার সেই দলে জায়গা পাওয়া নিয়ে নানা জল্পনা যখন চলছে, তখনই জ্বলে উঠল তাঁর ব্যাট। স্বভাবসিদ্ধ ভঙ্গীতে না হলেও, সমালোচনার জবাব তো বটেই।
ছন্দে ফিরলেন ভারতের তারকা ওপেনার
৭৪ বলে তাঁর করা হাফ সেঞ্চুরি ২০১৫ সালের পর মন্থরতম। তবে কঠিন সময়ে তাঁর সঙ্গে শ্রেয়স আইয়ারের জুটিই ভারতকে বড় রানের রাস্তা দেখিয়েছিল। তবে লোয়ার অর্ডারের ব্যর্থতায় রান ৩০০ পেরোয়নি। এর মধ্যেও ম্যাচের পরে সতীর্থদের সঙ্গে টিম হোটেলে যাওয়ার পথে রোহিতের সঙ্গে রসিকতা করেন গম্ভীর। মুহূর্তেই এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
তবুও হারল ভারত
দলের ইনিংসের ৩০ তম ওভারে মিশেল স্টার্কের বাউন্সারে থিকভাবে টাইম করতে পারেননি রোহিত। ব্যাটের কানায় লেগে বল চলে যায় সোজা হ্যাজেলউডের হাতে। এরপর ভারত ২৬৫ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে। জবাবে আট উইকেট হারিয়ে ফেললেও, ২২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ফলে সিরিজও পকেটে পুরে নেয় তারা।