সিডনি টেস্ট হেরে বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া ভারতের। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নিজেদের জায়গা পাকা করতে পারল না রোহিত শর্মার দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের পর, অস্ট্রেলিয়ার মাটিতেও সিরিজ হার। প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যর্থ হওয়া রোহিত শর্মা ও বিরাট কোহলি কি এরপরও টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাবেন?
সিডনি টেস্ট না খেলায় রোহিতের অবসর নিয়ে জল্পনা চলছিল। ম্যাচের মাঝেই সাক্ষাৎকারে রোহিত জানিয়ে দেন, তিনি এখনই অবসর নিচ্ছেন না। পাশাপাশি বিরাট কোহলিও জানিয়েছেন টেস্ট ক্রিকেট খেলে যেতে চান। এই অবস্থায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ব্যাপারে মুখ খুলেছেন কোচ গম্ভীরও। তিনি বলেন, 'আমি কোনও খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে পারি না, এটা তাদের উপর নির্ভর করে। তাদের কতটা খিদে আছে, তার উপর নির্ভর করে। আশা করি তারা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।'
বিরাট কোহলি, রোহিত শর্মারা দ্রুতই নিজেদের ছন্দ ফিরে পাবেন বলে আশাবাদী গম্ভীর। দুই তারকার পাশে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার কোচ বলেন, 'ওরা মানসিকভাবে খুবই শক্তিশালী। আমার মনে হয়, ওরা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার করবে।'
পাশাপাশি গম্ভীর আরও বলেন, 'আমার কাজ হল প্রত্যেকের প্রতি সৎ থাকা। এটা এমন নয় যে আমি শুধুমাত্র কয়েকজন খেলোয়াড়কে প্রাধান্য দিই। সবার সাথে সমান হওয়াটাই আমার কাজ। সে অভিষেক ম্যাচ খেলা প্লেয়ার হোক বা ১০০ টেস্ট খেলা খেলোয়াড়।' তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার উপরেও জোর দেওয়ার কথা বলেছেন গম্ভীর। বলেন, 'আমি সবসময় চাই সবাই ঘরোয়া ক্রিকেট খেলুক। যদি তাদের লাল বলের ক্রিকেট খেলার কমিটমেন্ট থাকে তবে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।'
ছয় মাস পর ইংল্যান্ড সিরিজ। তবে এখনই টিম ইন্ডিয়ায় বড় বদলের সম্ভাবনা নেই। তবে আগামী পাঁচ মাসে কী হবে তা এখনই বলা সম্ভব নয়। এমনটাও জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের কোচ। বলেন, 'এখনই আমরা কোনও পরিবর্তনের কথা ভাবছি না। পাঁচ মাস পর কী হবে সেটা এখন ভাবা সম্ভব নয়।'