Advertisement

Geeta Basra Podcast: 'আমরা শুধু বসে বসে হাততালি দিই না,' ক্রিকেটারদের স্ত্রীদের জীবন নিয়ে অকপট হরভজন-ঘরণী

Geeta Basra Podcast: ‘ক্রিকেটারদের স্ত্রীদের কথা কেউ ভাবে না,’ এমনটাই বলছেন হরভজন সিং-এর স্ত্রী, অভিনেত্রী গীতা বসরা। সকলে ভাবেন, ক্রিকেটারদের স্ত্রীদের বিলাসবহুল, গ্ল্যামারাস জীবন।

ক্রিকেটারদের স্ত্রীদের জীবনও সহজ হয় না, বলছেন গীতা বসরা।ক্রিকেটারদের স্ত্রীদের জীবনও সহজ হয় না, বলছেন গীতা বসরা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2025,
  • अपडेटेड 2:34 PM IST
  • ক্রিকেটারদের স্ত্রীদের অজানা কাহিনী তুলে ধরলেন গীতা বসরা।
  • নতুন পডকাস্ট শুরু করলেন হরভজন ঘরণী।
  • 'আমরা শুধু স্ট্যান্ডে বসে হাততালি দিই না,' বললেন তিনি।

Geeta Basra Podcast: ‘ক্রিকেটারদের স্ত্রীদের কথা কেউ ভাবে না,’ এমনটাই বলছেন হরভজন সিং-এর স্ত্রী, অভিনেত্রী গীতা বসরা। সকলে ভাবেন, ক্রিকেটারদের স্ত্রীদের বিলাসবহুল, গ্ল্যামারাস জীবন। কিন্তু বাস্তবে তাঁদেরও যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, সেই কথাই তুলে ধরলেন হরভজন-ঘরণী(Harbhajan Singh Wife)। তিনি বলেন, 'আমরা শুধু স্ট্যান্ডে বসে হাততালি দিই না, আমাদেরও কত কষ্ট, কত প্রার্থনা লুকিয়ে থাকে, সেটা কেউ বোঝে না।'

গীতার নতুন উদ্যোগ
হরভজন সিংয়ের সঙ্গে সম্প্রতি একটি নতুন পডকাস্ট চালু করেছেন গীতা। সেই পডকাস্টেই নিজের জীবনের এই অভিজ্ঞতার কথা জানান।

গীতা বলেন, 'আমি অন্য ক্রিকেটারদের স্ত্রীদের সঙ্গেও কথা বলতে চাই। তাঁদের গল্প শুনতে চাই। কারণ এঁদের কথা কেউ কখনও ভাবে না। অথচ ওঁরাই নীরবে স্বামীর সাফল্যের জন্য প্রার্থনা করে যান।'

২ বছর ধরেই এই পডকাস্ট শুরুর পরিকল্পনা করছিলেন
গীতা আরও জানান, 'বছর দুই আগে আমি ভাজ্জিকে (হরভজন সিং) বলেছিলাম যে, আমি এরকম একটা শো করতে চাই। এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে সফল পুরুষদের পিছনে থাকা নারীদের মনের কথা জানা যাবে। ওঁদের কথা শোনা হবে। ওঁরাও আমাদেরই মতো।'

গীতার কথায়, 'আমরা স্ট্যান্ডে বসে শুধু চিয়ার করি না। কত কত যে প্রার্থনা করি, তার ইয়ত্তা নেই। আমরা চাই আমাদের স্বামীরা যেন ভাল খেলেন। ওঁরা যেন সফল হন। কিন্তু আমাদের এই ভিতরকার গল্পগুলো কেউ জানতে পারেন না না।'
 

নেটপাড়ার সমর্থন
গীতার এই বক্তব্যে সায় দিয়েছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, 'সত্যিই তো, ক্রিকেটারদের স্ত্রীরা সবসময় শুধুই ক্রিকেটারের স্ত্রী নামেই পরিচিত থাকেন। যেন ওঁদের নিজস্ব কোনও পরিচয় নেই। এটা ঠিক নয়।'

সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়
গীতার পডকাস্টের এই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, গীতা সত্য়িই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সফল পুরুষদের পিছনে যে নারীরা থাকেন, তাঁদের সংগ্রামের কথা কেউ ভাবে না। এবার হয়তো সেই বিষয়ে মানুষ নতুন করে জানতে পারবেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement