Advertisement

Hardik Pandya : 'মুখে নয়, কাজে উত্তর দিতে বিশ্বাসী', বিশ্বকাপ জেতার পর সমালোচকদের জবাব হার্দিকের

IPL-এর পর থেকে একের পর এক সমালোচনার বিদ্ধ হয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে সব সমালোচকদের জবাব দিলেন হার্দিক। মুখে নয়, খেলে। ভালো পারফরম্যান্স করে।

hardik pandyahardik pandya
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 30 Jun 2024,
  • अपडेटेड 3:01 PM IST
  • IPL-এর পর থেকে একের পর এক সমালোচনায় বিদ্ধ হয়েছেন হার্দিক পান্ডিয়া
  • সব সমালোচকদের জবাব দিলেন তিনি।

IPL-এর পর থেকে একের পর এক সমালোচনায় বিদ্ধ হয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে সব সমালোচকদের জবাব দিলেন হার্দিক। মুখে নয়, খেলে। ভালো পারফরম্যান্স করে। রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হার্দিকের। অলরাউন্ডার হিসেবে গোটা টুর্নামেন্টে ভালো খেলেন তিনি। 

ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে রাজত্ব করেন হার্দিক। ফাইনাল ম্যাচে ৩ ওভাকে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। শেষ ওভারে জয়ের জন্য  দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৬ রান। সেই রান তাদের করতে দেননি হার্দিক। হার্দিক হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার এবং কাগিসো রাবাদার উইকেট নেন তিনি।

ট্রফি জেতার পর হার্দিক বলেন,'আমি মর্যাদায় বিশ্বাস করি। যারা আমাকে এক শতাংশও জানেন না, তাঁরা সমালোচনা করেছেন। অনেকে অনেক কথা বলে থাকে, তবে তাতে আমার কিছু আসে যাইনি। আমি সবসময় বিশ্বাস করি, কথা দিয়ে উত্তর দেওয়া উচিত নয়। পরিস্থিতি উত্তর দেয়। খারাপ সময় চিরকাল স্থায়ী হয় না। আপনি জিতুন বা হারুন না কেন, মর্যাদা বজায় রাখা গুরুত্বপূর্ণ।'

হার্দিক আরও বলেন, 'ভক্ত এবং সবাইকে শালীনভাবে বাঁচতে শিখতে হবে। আমাদের ভালো আচরণ করা উচিত। আমি নিশ্চিত সেই মানুষগুলো এখন খুশি হবে। সত্যি বলতে, আমি উপভোগ করছিলাম। এমন জীবন বদলে দেওয়ার সুযোগ খুব কম মানুষই পেয়ে থাকে। আমার দক্ষতার উফর বিশ্বাস ছিল। আমি চাপ নিচ্ছিলাম না। বরং ঠান্ডা মাথায় নিজের কাজ করে যাচ্ছিলাম। এই মুহূর্তটি আমাদের ভাগ্যে লেখা ছিল।' 

হার্দিকের কথায়, ২০২৬ সাল আসতে এখনও অনেক সময় বাকি। আমি রোহিত এবং বিরাটের জন্য খুব খুশি। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি যারা এই জয়ের দাবিদার। এই ফরম্যাটে ওঁদের সঙ্গে খেলাটা ভালো অভিজ্ঞতা। ওঁদের মিস করব।' 

প্রসঙ্গত, রোহিত শর্মার টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এই ফর্ম্যাটে ভারতের পরবর্তী অধিনায়ক করা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Advertisement

উল্লেখ্য, আইপিএলের শেষ মরসুমে হার্দিক পান্ডিয়াকে রোহিত শর্মার জায়গায় মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন করা হয়েছিল। মুমবাই ইন্ডিয়ান্স খারাপ ফলাফল করে। হার্দিক সমালোচকদের নিশানায় পড়েন। তবে বিশ্বকাপ জেতার পর হার্দিক এখন কার্যত হিরো। 

হার্দিকের পারফরম্যান্স 

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিকের সফর - 

  • নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হার্দিক ২৭ রানে ৩ উইকেট নেন। 
  • নিউইয়র্কে পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক করেন ৭ রান। এরপর ২৪ রানে ২ উইকেটও নেন।
  • নিউইয়র্কে আমেরিকার বিরুদ্ধে হার্দিক ২ উইকেট নেন। 
  • হার্দিক আফগানিস্তানের বিরুদ্ধে ৩২ রান করেন। 
  • বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রান করেন ও একটি উইকেট নেন।
  • হার্দিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৭ রান করেন। 
  • ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল হার্দিক ২৩ রান করেন। 
  • হার্দিক ফাইনালে ২০ রানে ৩ উইকেট নেন। 
Read more!
Advertisement
Advertisement