অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ জিতেও চিন্তায় ভারতীয় দল। তার কারণ হার্দিক পান্ডিয়া। রান তাড়া করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই নামী অলরাউন্ডার। তবে অ্যাডাম জ্যাম্পার ওভারে তাঁকে বেশ খোড়াতে দেখা গিয়েছে। আর সেটাই চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। যদিও ফাইনালের আগে আরও দিন তিনেক সময় রয়েছে। ফলে সমস্যা হওয়ার কথা নয়।
৪৭ তম ওভারে হার্দিক ব্যাট করছিলেন জ্যাম্পার বিরুদ্ধে। অজি লেগ স্পিনারের বল কভারের দিকে ঢেলে রান নেওয়ার সময়ই খোঁড়াতে দেখা যায় তাঁকে। যদিও সেই ওভারেই দু'টো ছক্কা হাঁকান এই অলরাউন্ডার। তাঁর ২৪ বলে ২৮ রানের ইনিংসে যে একটি চার ও ৩টি ছক্কা ছিল, সেটাই ভারতের দিকে ম্যাচের মোড় ঘোরায়।
জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় পেস বোলিং-এর বিরাট দায়িত্বও দারুণভাবে সামলে দিচ্ছেন হার্দিক। সেমিফাইনালেও প্রায় ৬ ওভার বল করেছেন। দিয়েছেন ৪০ রান আর নিয়েছেন একটি উইকেট। গোটা টুর্নামেন্ট জুড়েই নিজের ছাপ রেখেছেন দারুণ দক্ষতায়। এমন একজন ক্রিকেটার চোট পেলে চিন্তা তো হবেই।
তবে হার্দিকের চোট খুব গুরুতর নয় বলেই এখনও অবধি জানা যাচ্ছে। কারণ, তেমনটা হলে বোর্ডের পক্ষ থেকে বিবৃতি আসত। কোচ গৌতম গম্ভীরও এ ব্যাপারে কিছুই জানাননি। ফলে ধরে নেওয়াই যায় ফাইনালে খেলার মতো জায়গায় আছেন হার্দিক। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরেই আইপিএল। ফলে হার্দিকের বড় চোট লাগলে আরও বেশি আশঙ্কায় পড়বেন মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা। কারণ, তিনিই তাদের দলের ক্যাপ্টেন।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং মহম্মদ শামি।
অস্ট্রেলিয়া দল: কুপার কনলি, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশানে, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দ্বারশিস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তানভীর সাধ্যা।