Advertisement

Ind vs Nz 5th T20I: বাদ হার্দিক, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ T20 ম্যাচে ভারতের দল কেমন?

পাঁচ ম্যাচের T20 সিরিজ ইতিমধ্যেই জিতে গিয়েছে ভারত। নিয়মরক্ষার পঞ্চম ম্যাচে তিরুবন্তপুরমে মুখোমুখি হচ্ছে দুই দল। বিশ্বকাপের আগে এটাই দুই দলের শেষ ম্যাচ। ফলে বড় টুর্নামেন্টের আগে এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে দুই দলই। তবে গত ম্যাচ হেরে যাওয়ায় কিছুটা চাপ থাকবে টিম ইন্ডিয়ার উপর। ফলে ভারতীয় দলে বদলের সম্ভাবনা উজ্জ্বল।

Aajtak Bangla
  • তিরুবন্তপুরম,
  • 31 Jan 2026,
  • अपडेटेड 9:28 AM IST

পাঁচ ম্যাচের T20 সিরিজ ইতিমধ্যেই জিতে গিয়েছে ভারত। নিয়মরক্ষার পঞ্চম ম্যাচে তিরুবন্তপুরমে মুখোমুখি হচ্ছে দুই দল। বিশ্বকাপের আগে এটাই দুই দলের শেষ ম্যাচ। ফলে বড় টুর্নামেন্টের আগে এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে দুই দলই। তবে গত ম্যাচ হেরে যাওয়ায় কিছুটা চাপ থাকবে টিম ইন্ডিয়ার উপর। ফলে ভারতীয় দলে বদলের সম্ভাবনা উজ্জ্বল।

বিশ্রাম পেতে পারন হার্দিক
সামনেই বিশ্বকাপ। ফলে ভারত সম্ভবত ঈশান কিষাণ এবং অক্ষর প্যাটেলকে দলে ফিরিয়ে আনতে পারে।  রবি বিষ্ণোই সম্ভবত বাদ পড়বেন। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকেও বিশ্রাম দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, কারণ তিনি এখনও পর্যন্ত সিরিজের ৪টি ম্যাচ খেলেছেন। এদিকে, সিরিজে প্রভাব ফেলতে ব্যর্থ ওপেনার সঞ্জু স্যামসন তার নিজের শহরে ফর্মে ফিরে আসার চেষ্টা করবেন।

IND বনাম NZ পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে সম্ভাব্য একাদশ
ভারত: সঞ্চজু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিশান, সূর্যকুমার যাদব (সি), শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং

নিউজিল্যান্ড: টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, প্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জাকারি ফাউলকস, ম্যাট হেনরি, ইশ সোধি, জ্যাকব ডাফি।

এই মাঠে ভারতের রেকর্ড কেমন?
তিরুবনন্তপুরমে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের রেকর্ড বেশ ভালো। এই মাঠে ভারত এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে, যার মধ্যে তিনটিতেই জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে এই মাঠে হারিয়েছে ভারত। তবে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে একমাত্র হার মানতে হয়েছিল।

এই মাঠে ভারত ও নিউজিল্যান্ড প্রথমবার মুখোমুখি হয়েছিল ৭ নভেম্বর ২০১৭ সালে। সেই ম্যাচে ভারত ছয় রানে জয় পেয়েছিল। এবার দ্বিতীয়বার এই মাঠে দুই দলের লড়াই হতে চলেছে। এখন দেখার বিষয়, শেষ ম্যাচে কে জয়ের হাসি হাসে।
  

Read more!
Advertisement
Advertisement