Advertisement

Hardik Pandya: ভারত কেন পাকিস্তানে খেলতে গেল না? চমৎকার জবাব হার্দিক পান্ডিয়ার, দেখুন...

Hardik Pandya: তিনি আদার ব্যাপারী, জাহাজের খোঁজ রাখেন না। পাকিস্তানে খেলতে না যাওয়ার কারণ জানতে চাইলে অনেকটা এমনই উত্তর দিলেন হার্দিক পান্ডিয়া। সম্প্রতি এক সাংবাদিক তাঁর কাছে জানতে চান যে ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেল না কেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2025,
  • अपडेटेड 4:41 PM IST

Hardik Pandya: তিনি আদার ব্যাপারী, জাহাজের খোঁজ রাখেন না। পাকিস্তানে খেলতে না যাওয়ার কারণ জানতে চাইলে অনেকটা এমনই উত্তর দিলেন হার্দিক পান্ডিয়া(নিচে ভিডিও)। সম্প্রতি এক সাংবাদিক তাঁর কাছে জানতে চান যে ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেল না কেন। তার জবাবে হার্দিকের সটান উত্তর এটা 'Above my pay grade'(আমার বেতন কাঠামোর উর্ধ্বে)। অর্থাৎ, তাঁর যে এই নিয়ে ব্যাখ্যা দেওয়ার অধিকার নেই, তা স্পষ্ট করে দিলেন তারকা অলরাউন্ডার।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ নিরাপত্তাগত কারণ দেখিয়ে ভারত পাকিস্তানে কোনও ম্যাচ খেলতে যায়নি। সব ম্যাচই দুবাইয়ের মাটিতে খেলেছে।

এদিকে এই নিয়েই সমালোচনায় সরব হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, সব ম্যাচ দুবাইয়ে খেলার কারণে ভারত কিছুটা সুবিধা পেয়েছে। যদিও ফাইনালের আগে রোহিত শর্মা জানিয়েছিলেন, এমন কোনও ব্যাপার নয়। পিচের ধরণ বদলাতেই থাকে। তাই তাঁরা যে অ্যাডভান্টেজে আছেন, তা বলা যায় না।

এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। জয়ের নানা মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তারই মধ্যে আইসিসি মিডিয়া জোনে হার্দিক পান্ডিয়ার একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সাংবাদিকের প্রশ্নের স্মার্ট উত্তর দিয়ে সবার প্রশংসা পাচ্ছেন।

দেখুন সেই ভিডিও:

 

এক সাংবাদিক হার্দিককে বলেন, পাকিস্তানের মানুষ ভারতীয় দলকে তাদের দেশে খেলতে দেখতে চায়। উত্তরে হার্দিক বলেন, এটা তো খুব ভালো যে পাকিস্তানের দর্শকরা ভারতীয় দলকে দেখতে চাইছেন। তবে দুবাইয়ের ম্যাচগুলি দেখেও তাঁরা নিশ্চয়ই দারুণ আনন্দ পেয়েছেন।

কিন্তু ভারত পাকিস্তানে গেল না কেন? সেই প্রসঙ্গে হার্দিক বলেন, এই সিদ্ধান্ত তাঁর এক্তিয়ারের বাইরে। তাঁর কথায়, 'স্যার... এটা তো খুবই যে ওনারাও চেয়েছিলেন যাতে আমরা ওখানে খেলি। কিন্তু সেটা হয়নি। আমি নিশ্চিত যে দুবাইয়ে এসে পাকিস্তানের ফ্যানরা আমাদের ম্যাচ দেখে যথেষ্ট আনন্দ পেয়েছেন। আমরা কেন ওখানে যাইনি, তার ব্যাখ্যা দেওয়াটা আমার বেতনের স্তরের বাইরে। তাই এর বেশি কিছু বলতে পারব না।'

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ব্যাটিং ও বোলিংয়ে মাঠ কাঁপিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৫ ম্যাচে ৪টি উইকেট নেওয়ার পাশাপাশি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে বেশ কিছুটা রান তুলে দিয়েছেন। ভারতীয় টিমে যে তাঁর গুরুত্ব কতটা, তা আরও একবার বুঝিয়ে দিয়েছেন তারকা অলরাউন্ডার।

Read more!
Advertisement
Advertisement