রোহিত ভাই ও বিরাট ভাইয়ের সঙ্গে কোনও মতভেদ নেই। আমাদের মধ্যে কিছুই বদল আসেনি। বক্তা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমন গিল।
প্রসঙ্গত অস্ট্রেলিয়ার ট্যুরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে ৩টি ওডিআই এবং ৫টি টি২০ খেলবে তারা। আর ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার ১৯ অক্টোবর। সে দিন পার্থের অপটাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচেই ওডিআই টিমের অধিনায়ক হিসাবে নামবেন শুভমন গিল। রোহিত শর্মার বদলে তাঁর কাঁধেই এই দায়িত্ব চেপেছে।
আর এমন পরিস্থিতিতেই সংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন শুভমন গিল এবং মিচেল মার্শ। সেখানে উপস্থিত হয়ে শুভমন জানান, তাঁর সঙ্গে রোহিত শর্মা এবং বিরাট কোহলির কোনও মতভেদ নেই। তাঁর আরও দাবি, বাইরে হাজার বিতর্ক থাকার পরও টিমের ভিতরে সব আগের মতোই রয়েছে।
শুভমন বলেন, 'বাইরে কী চলছে সেটায় গুরুত্ব দিয়ে লাভ নেই। আমাদের মধ্যে কিছুই বদল আসেনি। সব একই রয়েছে। রোহিত ভাই সবসময়ই সাহায্য করছে। অভিজ্ঞতা ভাগ করে নেয়। আমি তাঁকে জিজ্ঞেস করেছি, এমন উইকেটে সে ক্যাপ্টেন হলে কী করত। আমি সবসময় অন্য প্লেয়ারদের অভিমত জানতে চাই।'
রোহিত এবং বিরাট আমার আইডল
শুভমন গিল জানিয়েছেন, রোহিত এবং বিরাটকে তিনি আদর্শের চোখে দেখেন। তাঁর কথায়, 'আমি যখন ছোট ছিলাম, বিরাট ভাই এবং রোহিত ভাই আমার আইডল ছিল। তাঁরা খেলায় যতটা খিদে দেখিয়েছে, সেটা আমায় উদ্বুদ্ধ করেছে। এত বড় প্লেয়ারদের অধিনায়ক হিসাবে কাজ করা আমার কাছে বিরাট সম্মানের বিষয়।'
শুভমন গিলের মতে, বিরাট এবং রোহিত সেরা প্লেয়ার। টিমে তাদের গুরুত্ব অপরিসীম। শুভমন বলেন, 'বিরাট ও রোহিতের স্কিল এবং এক্সপেরিয়েন্স টিমের পক্ষে খুবই প্রয়োজনীয়। আমার দুইজনের সঙ্গেই খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি তাদের কাছে মাঝে মধ্যেই সাজেশন চাই। আমি সবসময় নিজের বক্তব্য খোলখুলি প্রকাশ করি। আমি আশা করছি, এই সিরিজে এমন সুযোগ আসবে, যখন তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।'
অর্থাৎ বার্তা পরিষ্কার। দলের ভিতরে কোনও সমস্যা নেই। যা চলছে সবটাই বাইরে। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতেই নানা আলোচনা হচ্ছে। দলের মধ্যে এই নিয়ে কোনও সমস্যা নেই। তাঁর সঙ্গে বিরাট এবং রোহিতের সম্পর্ক ঠিকই রয়েছে।