ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ব্যাট করতে নেমে ডান পায়ে গুরুতর চোট পান ভারতীয় ব্যাটার ঋষভ পন্ত। তাঁর পা ফুলে যায়। ক্ষতর সৃষ্টি হয়। মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এই ম্যাচে আর খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা যায়। এখন কেমন আছেন ভারতীয় উইকেটকিপার? আপডেট দিলেন সাই সুদর্শন।
তিনি জানান, পন্তের চোট গুরুতর। সেজন্য ক্যাবি অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মাঠের বাইরে আনা হয়। পন্তের পায়ের স্ক্যান হয়েছে। তিনি বলেন, 'পন্তের খুবই যন্ত্রণা হচ্ছিল। তাকে হাসপাতালে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। পায়ে ঠিক কী হয়েছে তা জানা যাবে শিগগিরই। পন্ত খুব ভালো ব্যাট করছিল। তাই ওর অভাব দলে অনুভূত হবে। তবে কিছু করার তো নেই। একজন ব্যাটারকেও দল মিস করবে। বাকি ম্য়াচ যদি ও খেলতে না পারে তাহলে সেটা দলের জন্য ভালো খবর নয়। তবে এটাও মনে রাখতে হবে, আমাদের দলের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী। তাঁদের হাল ধরতে হবে। ঋষভের অভাব যেন পূরণ করা যায়, সেই চেষ্টা করবেন বাকি খেলোয়াড়রা।'
বুধবার ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস একটি ইয়র্কার বল করেন। পন্ত তা সুইপ করতে গেলে ব্যাটে স্পর্শ করে তা ডান পায়ের গোড়ালির ঠিক নিচে লাগে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। ফিজিয়ো মাঠে চলে আসেন। তারপর মাছ ছাড়েন।
এদিকে সাই সুদর্শনও ৬১ রানের ভালো ইনিংস খেলেন। তা নিয়েও ওই ব্যাটার জানান, ইংল্য়ান্ডে খেলতে আসার প্রথম দিকে খুব চাপে ছিলেন। তবে এখন ব্যাট করতে নেমে আর সে সব অনুভব করেননি।
সাই সুদর্শনের কথায়, 'আমি আর চাপ নিচ্ছি না। নিজেকে প্রমাণ করার, মেলে ধরার এটাই বড় সুযোগ। এই খেলাটা চাপ সামলানোর। তা নিয়ে কোনও সন্দেহ নেই। পরিস্থিতি মোতাবেক খেলার চেষ্টা করছি। দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা জারি রাখব। এটাই আমার কাজ।'
সুদর্শন ১৫১ বল খেলে ৬১ রান তোলেন। পন্তের সঙ্গে ভালোই জুটি বেঁধে খেলছিলেন তিনি। তবে তিনি আউট হয়ে যাওয়ার পর ছন্দপতন হয় সাইয়ের ব্যাটেরও। তিনি স্টোকসের শর্টস বলে আউট হন। যদিও তখন জাদেজাকে সঙ্গে দিতে আসেন শার্দুল ঠাকুর। তাঁরাই এখনও ক্রিজে টিকে রয়েছেন।