Advertisement

Himanshu Sangwan on Virat Kohli Wicket: 'বাসচালক বলেছিলেন, বিরাটকে ফিফথ স্টাম্প লাইনে বল করবেন,' বললেন হিমাংশু

Himanshu Sangwan: গত ৩১ জানুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ম্যাচে বিরাট কোহলিকে ক্লিন বোল্ড করে গোটা স্টেডিয়াম স্তব্ধ করে দিয়েছিলেন রেলের হিমাংশু। 

বিরাট কোহলি ও হিমাংশু সাঙ্গওয়ানবিরাট কোহলি ও হিমাংশু সাঙ্গওয়ান
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Feb 2025,
  • अपडेटेड 12:21 PM IST
  • কোনও প্রাক্তন বিখ্যাত ক্রিকেটার বা কোচের টিপসে নয়
  • বাস ড্রাইভারের টিপস মেনেই বল করেন হিমাংশু 
  • আলাদা করে বিরাটকে নিয়ে কোনও প্ল্যান ছিল না

রঞ্জি ট্রফির ম্যাচে তাঁর বলেই উইকেট ছিটকে যায় বিরাট কোহলির। একেবারে ক্লিন বোল্ড। রেলওয়েজ টিমের সেই হিমাংশু সাঙ্গওয়ান এখন চর্চার তুঙ্গে। খোদ বিরাট হিমাংশুর বোলিংয়ের প্রশংসা করে বলেছেন, 'খুব তীক্ষ্ণ বোলার।' বিরাটকে বোল্ড আউট করার টিপস কোথা থেকে পেয়েছিলেন, তা এবার খোলসা করলেন হিমাংশু।

কোনও প্রাক্তন বিখ্যাত ক্রিকেটার বা কোচের টিপসে নয়

না, কোনও প্রাক্তন বিখ্যাত ক্রিকেটার বা কোচের টিপসে নয়। বাসচালকের বোলিং টিপস মেনে বিরাটকে আউট করেন হিমাংশু। সম্প্রতি তিনি জানিয়েছেন, রেলওয়েজ টিম বাসের চালক তাঁকে পরামর্শ দিয়েছিলেন, কীভাবে বল করলে বিরাট কোহলি আউট হবেন। গত ৩১ জানুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ম্যাচে বিরাট কোহলিকে ক্লিন বোল্ড করে গোটা স্টেডিয়াম স্তব্ধ করে দিয়েছিলেন রেলের হিমাংশু। 

বাস ড্রাইভারের টিপস মেনেই বল করেন হিমাংশু 

হিমাংশু জানিয়েছেন, রেলের টিমবাসের ড্রাইভার তাঁকে বলেছিলেন, বিরাটকে ফিফ্থ ট্টাম্প লাইনে বল করতে। সেই মতোই বল করেন হিমাংশু। ছিটকে যায় কোহলির উইকেট। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে হিমাংশু বলেন, 'আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, বাসচালকের ওই পরামর্শে। আসলে আমি বিরাট কোহলি কোন জায়গায় দুর্বল না ভেবে শুধুমাত্র নিজের পারফর্ম্যান্সের উপরেই ফোকাস করছিলাম। আমাদের টিমবাসেরচালক আমায় হঠাত্‍ বলেন, আপনি বিরাটকে ফোরথ-ফিফথ লাইনে বল করবেন। আউট হয়ে যাবে।'

আলাদা করে বিরাটকে নিয়ে কোনও প্ল্যান ছিল না

বিরাট কোহলিকে নিয়ে কি আলাদা কোনও প্ল্যান ছিল রেলওয়েজের? হিমাংশু জানালেন, আলাদা করে বিরাটকে নিয়ে কোনও প্ল্যান ছিল না। কোচেরা জানিয়েছিলেন, দিল্লি আক্রমণাত্মক ক্রিকেট খেলে। সবাই স্ট্রোক প্লেয়ার। তাই লাইন লেংথ সর্বদা ঠিক রাখতে হবে বোলিংয়ে।

প্রায় ১৩ বছর পর ঘরোয়া ক্রিকেট খেলছেন বিরাট কোহলি। দীর্ঘদিন ধরেই তাঁর ফর্ম খারাপ চলছে। গত ৩১ জানুয়ারি দিল্লির হয়ে রঞ্জি ম্যাচে খেলতে নামেন বিরাট কোহলি। বিরাটের ব্যাটিং দেখতে সে দিন অরুণ জেটলি স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না। কিন্তু সকলকে নিরাশ করে বিরাট ১৫ বলে ৬ রান করেই আউট হয়ে যান। রেলওয়েজের প্রধান পেসার হিমাংশু সাঙ্গওয়ানের বলে ছিটকে যায় বিরাটের উইকেট। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement