Advertisement

Mahendra Singh Dhoni: বাংলাদেশের বিরুদ্ধে ধোনি টিমকে দিয়েছিলেন বাংলা দাওয়াই, কী ঘটেছিল?

তিনি কলকাতার জামাই, দীর্ঘদিন টিকিট পরীক্ষকের কাজ করেছেন বাংলার খড়গপুরে। বাংলা তাঁর মাতৃভাষা না হলেও তাঁর সামনে কেউ বাংলা বললে দিব্বি বুঝতে পারেন। তবে কোনওদিন এ কথা বলেননি মহেন্দ্র সিং ধোনি। আর এই কৌশল দিয়েই একবার বাংলাদেশকে সমস্যায় ফেলেছিলেন মাহি। এক অনুষ্ঠানে এসে সে কথাই জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

বাংলাদেশের বিরুদ্ধে ধোনিবাংলাদেশের বিরুদ্ধে ধোনি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2023,
  • अपडेटेड 11:23 PM IST

তিনি কলকাতার জামাই, দীর্ঘদিন টিকিট পরীক্ষকের কাজ করেছেন বাংলার খড়গপুরে। বাংলা তাঁর মাতৃভাষা না হলেও তাঁর সামনে কেউ বাংলা বললে দিব্বি বুঝতে পারেন। তবে কোনওদিন এ কথা বলেননি মহেন্দ্র সিং ধোনি। আর এই কৌশল দিয়েই একবার বাংলাদেশকে সমস্যায় ফেলেছিলেন মাহি। এক অনুষ্ঠানে এসে সে কথাই জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। 

মাঠের মধ্যে হোক বা বাইরে বাংলাদেশ ক্রিকেটাররা নিজেদের মধ্যে বাংলাতেই কথা বলেন। আর বাংলা জানা ধোনি তখন ব্যাট করছিলেন। ফলে বাকি সতীর্থরা বুঝতে না পারলেও লিটন দাসদের কথা বেশ বুঝতে পারছিলেন ধোনি। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন জানান, বাংলাদেশের বিরুদ্ধে একটা ম্যাচে সময় ধোনি ব্যাট করছিলেন। সেই সময় বাংলাদেশ দলের কিপার বোলারকে বলে দিচ্ছিলেন ধোনিকে কোনদিকে বল করতে হবে। ধোনি যেহেতু বাংলা বোঝেন তাই বাংলাদেশের পরিকল্পনা বুঝতে ধোনির সুবিধা হয়েছিল এবং তিনি সেই অনুযায়ী খেলেছিলেন। ম্যাচের পর বাংলাদেশ দল বুঝতে পেরেছিল যে ধোনি বাংলা বুঝতে পারেন এবং তাঁদের পুরো পরিকল্পনাই বুঝে গিয়েছিলেন ধোনি।

ম্যাচ চলাকালীন এই ব্যাপারটা বুঝতে না পারলেও ম্যাচের পরে বাংলাদেশ ক্রিকেটাররা পরে ধোনির বাংলা বোঝার বিষয়টি বুঝতে পারেন। এরআগে ধোনি একবার বাংলাদেশের ফিল্ডিং শুধরে দিয়েছিলেন। সেবারও ফ্যানদের অবাক করে দিয়েছিলেন ধোনি। তিনি ব্যাটিং করার সময় দেখতে পান, বাংলাদেশ এমন জায়গায় ফিল্ডার রেখেছে যেখানে বল যাবে না। ধোনি বোলারকে থামিয়ে ফিল্ডিং ঠিক করে দেন। 

আর এবারও ফের অবাক করলেন ধোনি। তাঁর বাংলা জানার ব্যাপারটা তেমন কেউই জানত না। তাঁর মুখ থেকে এই কথা শুনে সেখানে উপস্থিত দর্শকরা অবাক হয়ে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই রিলস এখন ভাইরাল। 

Read more!
Advertisement
Advertisement