Advertisement

ICC Champions Trophy 2025 IND vs NZ: অনুশীলনে নেই রোহিত-গিল, নিউজিল্যান্ড ম্যাচে খেলতে পারবেন দুই ওপেনার?

অনুশীলনে ব্যাট করতে দেখা গেল না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। তবে কি চোট পেয়েছেন তিনি। অনুশীলনে চিলেন না দারুণ ছন্দে থাকা শুভমন গিলও। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গেলেও রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচের পরেই জানা যাবে, ভারত গ্রুপ শীর্ষে থাকতে পারবে কিনা। নিউজিল্যান্ড ম্যাচে কী খেলতে পারবেন রোহিত বা গিল?

Aajtak Bangla
  • দুবাই,
  • 27 Feb 2025,
  • अपडेटेड 5:23 PM IST

অনুশীলনে ব্যাট করতে দেখা গেল না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। তবে কি চোট পেয়েছেন তিনি। অনুশীলনে চিলেন না দারুণ ছন্দে থাকা শুভমন গিলও। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গেলেও রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচের পরেই জানা যাবে, ভারত গ্রুপ শীর্ষে থাকতে পারবে কিনা। নিউজিল্যান্ড ম্যাচে কী খেলতে পারবেন রোহিত বা গিল?

ফিটনেস সংক্রান্ত কারণে দলের দুই ওপেনারকে বৃহস্পতিবার অনুশীলনে দেখা যায়নি। রোহিত-শুভমনকে নিয়ে রীতিমতো চিন্তায় ভারতীয় দল! পাকিস্তানের বিরুদ্ধে খেলতে গিয়েই নাকি রোহিত হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। রোহিত শর্মার অনুশীলনে না থাকলেও, স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচের কাছেই অনুশীলনের সময়টা কাটিয়েছেন রোহিত। তবে গিলকে এদিন দেখাই যায়নি। রোহিত কি পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করার সময়ই রোহিত চোট পেয়েছিলেন? সেটা যদিও জানা যাচ্ছে না। 

রোহিতের চোট যথেষ্ট উদ্বেগজনক না হলেও, শুভমনকে নিয়ে চিন্তা থাকছে। ভারতের তারকা ওপেনারের শরীর ভালো নেই বলেই খবর। সেই কারণেই তিনি অনুশীলনে আসেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকছেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওডিআই সিরিজে শুভমন ছিলেন আগুনে ফর্মে। নাগপুরে ৮৭, কটকে ৬০ ও আহমেদাবাদে ১১২ করেছিলেন তিনি। ভারতীয় দলের  সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে শুভমন যেন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছেন...চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলার পর পাকিস্তানের বিরুদ্ধে করেন ৪৬। দলে সরাসরি কোনও ব্যাকআপ ওপেনার না থাকায়, গিল সময়মতো সেরে উঠতে না পারলে ভারতকে বিকল্প অনুসন্ধান করতেই হবে।

রোহিত শর্মা

অতীতের টুর্নামেন্টের মতো, ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কোনও রিজার্ভ ওপেনার রাখেনি। প্রাথমিক স্কোয়াডে যশস্বী জয়সওয়ালকে রাখা হলেও পরে তিনি বাদ পড়েন। অতিরিক্ত স্পিনার বরুণ চক্রবর্তীকে নেওয়ায় শুভমনকে জায়গা ছাড়তে হয়। ভারতের হাতে এখন সীমিত বিকল্প। সবচেয়ে কার্যকর বিকল্প কেএল রাহুল, যাঁর ওডিআই-তে ওপেনার হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। রাহুল ২২ ইনিংসে ৪৩.৫৭ গড়ে ৯১৫ রান করেছেন। ভারতের ব্যাটিং লাইনআপে রদবদলের প্রয়োজন হলে তাঁর অভিযোজন ক্ষমতা কার্যকর হতে পারে। বিকল্পভাবে, ভারত বিরাট কোহলিকে ওপেনিংয়ে আনার কথা বিবেচনা করতে পারে, যে ভূমিকায় তিনি মাঝেমধ্যে টি-টোয়েন্টিতে পালন করেছেন। কোহলির অভিজ্ঞতা এবং নতুন বলের গতিবিধি মোকাবিলা করার ক্ষমতা তাঁকে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে বানিয়েছে।

Advertisement
শুভমন গিল

 
 
সেমিফাইনাল সামনে থাকায় ভারত হয়তো গ্রুপ পর্যায়ে কোনও ঝুঁকি নেবে না। নকআউটে সেরা ফর্মে থাকা রোহিত-শুভমনকে বিশ্রাম দিয়ে, জয়ের ধারা বজায় রাখার জন্য পূর্ণ শক্তির একাদশ খেলাবে? ভারতীয় দল এই দু'য়ের অনুপস্থিতি সম্পর্কে মুখ খোলেনি, তবে ম্যাচের দিন যত এগিয়ে আসছে ভক্ত এবং বিশ্লেষকরা আপডেটের দিকে নজর রাখবেন। যদি রোহিত এবং শুভমন, মাঠের বাইরে বসেন, তাহলে মিডল অর্ডারে তাঁদের গভীরতা এবং অভিযোজন ক্ষমতা প্রদর্শনের বিরল সুযোগ হবে।

Read more!
Advertisement
Advertisement