Advertisement

India vs Pakistan: টিম ইন্ডিয়ার জার্সিতে পাকিস্তানের নাম গায়েব, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফের বিতর্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি তৈরির আগেই বিসিসিআই জানিয়ে দিয়েছিল, ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। সেই মতোই সূচি তৈরি করেছে ICC। ভারত শুধুমাত্র দুবাইয়ে খেলবে। পাকিস্তানের মাটিতে নয়।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Jan 2025,
  • अपडेटेड 3:23 PM IST
  • ভারত বারবার ক্রিকেট রাজনীতি করছে, অভিযোগ PCB-র
  • ICC-র হস্তক্ষেপ দাবি পাকিস্তানের
  • নতুন করে বিতর্ক শুরু

BCCI on Team India Champions Trophy Jersey: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ম্যাচ হাইব্রিড মডেলে হচ্ছে। কিছু ম্যাচ হবে দুবাইয়ে ও কয়েকটি ম্যাচ হবে পাকিস্তানে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নতুন করে বিতর্ক তৈরি হল। এই টুর্নামেন্টের মুখ্য আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু পাকিস্তানের নামই নেই ভারতীয় দলের জার্সিতে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি তৈরির আগেই বিসিসিআই জানিয়ে দিয়েছিল, ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। সেই মতোই সূচি তৈরি করেছে ICC। ভারত শুধুমাত্র দুবাইয়ে খেলবে। পাকিস্তানের মাটিতে নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম হল, প্রতিটি প্লেয়ারের জার্সিতে আয়োজক দেশের নাম থাকে। কিন্তু ভারতীয় দলের জার্সিতে নামই নেই পাকিস্তানের। টিমের জার্সিতে মুখ্য আয়োজক দেশেরই নাম নেই। 

ভারত বারবার ক্রিকেট রাজনীতি করছে, অভিযোগ PCB-র

বিসিসিআই-এর এই পদক্ষেপে ক্রিকেট রাজনীতির অভিযোগ তুলেছে পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের এক আধিকারিক সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, ভারত বারবার ক্রিকেট রাজনীতি করছে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির টিমগুলির অধিনায়কদের মিটিং হয়েছে পাকিস্তানে। তখনও রোহিত শর্মা আসেননি।

ICC Champions Trophy 2025

 

ICC-র হস্তক্ষেপ দাবি পাকিস্তানের

পিসিবি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্রিকেটে বিসিসিআই রাজনীতি করছে, যা খেলার জন্য মোটেও ভাল নয়। তিনি পাকিস্তানে যেতে অস্বীকার করেন। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তারা তাদের অধিনায়ককে পাকিস্তানে পাঠাতে চায় না, এখন তারা চায় না যে তাদের জার্সিতে আয়োজক দেশের (পাকিস্তান) নাম ছাপা হোক। আমরা বিশ্বাস করি যে আইসিসি এটা হতে দেবে না এবং পাকিস্তানকে সমর্থন করবে।

নতুন করে বিতর্ক শুরু

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হাইব্রিড-মডেল গ্রহণ করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের দল পাকিস্তানে পাঠাতে অস্বীকার করার পরে, তবে জার্সির আয়োজক নাম তৈরি করেছে। একটি নতুন বিতর্ক এটি দাঁড়িয়েছে। পিসিবি-র অনেক চাপ সত্ত্বেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠাতে অস্বীকার করার বিষয়ে বিসিসিআই তার অবস্থান পরিবর্তন করেনি। শেষ পর্যন্ত পাকিস্তান বোর্ডকে ভারতের শর্তে রাজি হতে হয়েছিল, যদিও নতুন চুক্তির অধীনে পিসিবি ভবিষ্যতে আইসিসি ইভেন্টের জন্য ভারতে তার দল পাঠাতে পারবে না।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে এখন প্রায় এক মাস বাকি, এখন আবার নতুন বিতর্ক শিরোনামে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনো দল ঘোষণা করেনি পাকিস্তান। ভারতীয় দল ঘোষণা করা হয়েছে।

Read more!
Advertisement
Advertisement