ICC চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে বড় জয় পেয়েছে ভারত। আরও একটি বাড়তি প্রাপ্তি বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি করে কামব্যাক। ভারত যখন সেমিফাইনালের দোরগোড়ায় তখন পাকিস্তান দলে শোকের ছায়া। পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান তো বিরাট কোহলির ফ্যানই হয়ে গেলেন।
কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান অধিনায়ক রিজওয়ান
রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের শেষে কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। তাঁর কথায়, 'বিরাট কোহলির ফিটনেশ ও শৃঙ্খলা সত্যিই দারুণ।' একই সঙ্গে তাঁর হতাশ স্বীকারোক্তি, পাকিস্তান টিমের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান একপ্রকার শেষই হয়ে গেল।
'আমাদের অভিযান প্রায় শেষ'
রিজওয়ান বললেন, 'আমি এটুকুই বলতে পারি, আমাদের অভিযান প্রায় শেষ। আমাদের এখন অন্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে থাকতে হবে। একটাই ম্যাচ বাকি। একজন ক্যাপ্টেন হিসেবে এই পরিস্থিতি আমার কাছে বেদনাদায়ক। এখন শুধু আমাদের ভাগ্য আমাদের সাহায্য করলেই হল।'
কোহলির ফর্মে ফেরা নিয়েও মুগ্ধ রিজওয়ান
এখানেই শেষ নয়। কোহলির ফর্মে ফেরা নিয়েও মুগ্ধ রিজওয়ান। বললেন, 'কোহলি এত পরিশ্রম করেন, যা দেখে আমি মুগ্ধ। গোটা বিশ্ব যখন বলছে, উনি ফর্মে নেই, কিন্তু এত বড় ম্যাচে মাথা ঠান্ডা রেখে আরামশে রান করলেন। আমরা ওঁকে আউট করার অনেক চেষ্টা করেছি। কিন্তু পারিনি। দিনের শেষে আমরা ভাল খেলতে পারিনি। আমরা টসে জিতেও লাভবান হতে পারলাম না। আমার মনে হয়েছিল, ২৮০ রান এই পিচে ভাল। কিন্তু ওঁরা ভাল বল করল, আমাদের ব্যাটারা ক্রিজে টিকতে পারেনি। খারাপ শট সিলেকশনেই আমরা ২৪০ রানে শেষ হয়ে গেলাম।'
রিজওয়ানের বক্তব্য, বিরাট কোহলি ও শুভমন গিলের পার্টনারশিপ পাকিস্তানের জয়ের আশা ক্ষীণ করে দেয়। এছাড়াও ফিল্ডিংও খারাপ হয়েছে।