Advertisement

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফটোশ্যুট করতে পাকিস্তানে যাবেন রোহিত? এল বড় আপডেট

চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) হবে হাইব্রিড নিয়মে। টুর্নামেন্ট শুরু হওয়ার সময়, এই মডেল নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। ২০১৭ সালের পর, ২০২৫-এ অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে (Pakistan) সমস্ত ম্যাচ আয়োজন হওয়ার কথা থাকলেও, ভারতীয় দল (Team India) দুবাইতে খেলবে। টিম ইন্ডিয়া সেমিফাইনাল বা ফাইনালে গেলেও ম্যাচ হবে দুবাইতেই। ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) কি থাকবেন পাকিস্তানে ক্যাপ্টেনদের ফটশ্যুটে?

রোহিত শর্মারোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2025,
  • अपडेटेड 1:31 PM IST

চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) হবে হাইব্রিড নিয়মে। টুর্নামেন্ট শুরু হওয়ার সময়, এই মডেল নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। ২০১৭ সালের পর, ২০২৫-এ অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে (Pakistan) সমস্ত ম্যাচ আয়োজন হওয়ার কথা থাকলেও, ভারতীয় দল (Team India) দুবাইতে খেলবে। টিম ইন্ডিয়া সেমিফাইনাল বা ফাইনালে গেলেও ম্যাচ হবে দুবাইতেই। ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) কি থাকবেন পাকিস্তানে ক্যাপ্টেনদের ফটশ্যুটে?

পাকিস্তানে যাবেন রোহিত?

ভারতীয় বোর্ড এখনও অবধি, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেনি। তবে এখনও অবধি যা খবর, তাতে রোহিত শর্মাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। ভারত গত বছরেই রোহিতের নেতৃত্বে টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) জিতেছে। ফলে তাঁকে বদল করার কোনও সিদ্ধান্ত এখনই হয়নি। আট দেশের ক্যাপ্টেনকে নিয়ে ফটোশুট এবং টুর্নামেন্টের আগে সকল ক্যাপ্টেনকে নিয়ে প্রেস কনফারেন্সও হবে। সেখানে রোহিত শর্মাকেও দেখা যাবে, আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। তবে বৃহস্পতিবার বিসিসিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রোহিত এই প্রেস কনফারেন্সে যাবেন না। এমনকি ক্যাপ্টেনদের ফটোশ্যুটেও থাকবেন না টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।

হাইব্রিড মডেলে কথায় খেলবে ভারত?

১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ। করাচিতে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নামবে ২০ ফেব্রুয়ারি। ভারতের সেই ম্যাচ হবে দুবাইতেই। তবে তার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড আশাবাদী বাকি ক্যাপ্টেনের মতো রোহিত শর্মাও থাকবেন পাকিস্তানে। বোর্ডের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘অবশ্যই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে রোহিত শর্মা কিংবা ভারতীয় দলের কোনও প্রতিনিধি, বোর্ড কর্তাও থাকতে পারেন।’ আরও যোগ করেন, ‘এটি তো টুর্নামেন্টের প্রোটোকলের মধ্যেই পড়ে। আশা করা হচ্ছে, ১৬ কিংবা ১৭ তারিখ উদ্বোধনী অনুষ্ঠান হবে।’

পাকিস্তানের বিরুদ্ধে রোহিত

১০টি ম্যাচ হবে পাকিস্তানে

১৫ ম্যাচের এই টুর্নামেন্টের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। বাকি সব ম্যাচ হবে দুবাইতে। পাকিস্তানের তিন শহরে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি। সে তালিকায় রয়েছে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement