Advertisement

ICC World Cup 2023: আফগানিস্তান জিতলে খুশি, পাকিস্তানের ক্ষেত্রে উল্টো কেন?

রবিবার বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটিয়ে ফেলেছে আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রবিবারের ম্যাচে প্রায় ভর্তি ছিল। ভারতীয় সমর্থকরা এই ম্যাচে আফগানিস্তানের হয়ে গলা ফাটাতে থাকেন। তবে প্রশ্ন হল, পাকিস্তানের খেলা হলে তো এত মানুষ ম্যাচ দেখতে আসেন না। বা আসলেও বাবর আজমদের হয়ে গলা ফাটাতে শোনা যায় না। কেন এমন হয়?

উল্লাস আফগানিস্তান ক্রিকেটারদের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Oct 2023,
  • अपडेटेड 2:37 PM IST

রবিবার বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটিয়ে ফেলেছে আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রবিবারের ম্যাচে প্রায় ভর্তি ছিল। ভারতীয় সমর্থকরা এই ম্যাচে আফগানিস্তানের হয়ে গলা ফাটাতে থাকেন। তবে প্রশ্ন হল, পাকিস্তানের খেলা হলে তো এত মানুষ ম্যাচ দেখতে আসেন না। বা আসলেও বাবর আজমদের হয়ে গলা ফাটাতে শোনা যায় না। কেন এমন হয়?

অনেকেই বলতে পারেন ধর্মের কারণে পাকিস্তান দলকে সমর্থন করেন না ভারতের সমর্থকরা। যদি সেই যুক্তিকে সত্যি বলে মেনে নেওয়া হয়, তা হলে রশিদ খানদেরও সমর্থন করার কথা নয়। কিন্তু তা তো হল না। আফগানিস্তানের খেলোয়াড়দের প্রতি ভারতীয় দর্শকদের মধ্যে এত ভালোবাসার কারণ কী হতে পারে? ধর্মের ক্ষেত্রে আফগানিস্তানও একটি ইসলামিক দেশ। প্রকৃতপক্ষে, যদি দেখা যায়, পাকিস্তানের চেয়েও বেশি উগ্র ইসলামের রূপ এখানে এখনও বিদ্যমান। তালিবান শাসনের পর এখানে শরীয়ত আইন প্রযোজ্য। এখানে ওয়ামিয়ান প্রদেশে, গৌতম বুদ্ধের মূর্তিগুলি যা সারা বিশ্বে বিখ্যাত ছিল, শুধুমাত্র এই দেশে মূর্তি পূজার প্রচলন নেই বলে ভেঙে ফেলা হয়েছিল।

তালিবান সরকার গঠনের পর এ দেশের সঙ্গে ভারতের প্রায় কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। তারপরও এদেশের ক্রিকেটারদের প্রতি ভারতীয়রা যে ভালোবাসা পায় তা রোমাঞ্চকর। আসলে আইপিএলে খেলা খেলোয়াড়রা নিজেদের দেশের মতোই ভারতকে সম্মান করেছে। এই ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই বুঝতে পারবেন তাঁরা ভারতীয় সংস্কৃতিকে কতটা ভালোবাসেন। উল্টো, পাকিস্তানি ক্রিকেটাররা তা করেন না। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কও খুব খারাপ। আর সেটা একদিন নয়, দীর্ঘ কয়েক দশক ধরেই।

রশিদ খান ভারতীয় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন। আফগানিস্তানের ক্রিকেটাররা যে প্রতিকুলতা অতিক্রম করে বিশ্বকাপে খেলতে এসেছেন তা আশ্চর্য হওয়ার মতো।  ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ের পরে নিজেদের দেশে ভূমিকম্প নিয়ে চিন্তার কথা শোনা গিয়েছে মহম্মদ নবীদের কাছ থেকে। মুজিব বলেছেন যে তিনি তার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটি আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উৎসর্গ করবেন। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেছিলেন যে হেরাতে ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এই ঐতিহাসিক জয় এবং আমার এই ট্রফি। কয়েকদিন আগে হেরাতে ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা যায়। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement