Advertisement

ICC World Cup 2023: হিন্দু বিরোধী মন্তব্যের জের, ভারত ছাড়তে হল পাকিস্তানের সঞ্চালককে

পাকিস্তানের এক সঞ্চালককে নিয়ে বিশ্বকাপের মাঝেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের মহিলা সঞ্চালককের বিরুদ্ধে অভিযোগ তিনি ভারত ও হিন্দু বিরোধী মন্তব্য করেছেন। 

জাইনাব আব্বাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2023,
  • अपडेटेड 9:09 AM IST

পাকিস্তানের এক সঞ্চালককে নিয়ে বিশ্বকাপের মাঝেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের মহিলা সঞ্চালককের বিরুদ্ধে অভিযোগ তিনি ভারত ও হিন্দু বিরোধী মন্তব্য করেছেন। 

এর জেরে পাকিস্তানি সঞ্চালককে বিশ্বকাপের ব্রডকাস্ট থেকে সরিয়ে দেওয়া হল। হিন্দু ধর্মের প্রতি অপমানজনক মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে দিল্লির সাইবার সেলে অভিযোগ করা হয়েছিল বলে খবর। তারই ফল হিসেবে ভারত ছাড়তে হল জাইনাবকে (Zainab Abbas)। আপাতত তিনি দুবাইয়ে আছেন। আমেদাবাদে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে খেলতে নামবে ভারত। আমদাবাদে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ দেখার জন্য পাকিস্তানি সমর্থকদের ভিসা দেওয়া হয়নি। তা নিয়ে বিতর্কের মধ্যেই জাইনাবকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এল। তবে তাঁর এই বক্তব্য সাম্প্রতিক কালের নয়। প্রায় ৯ বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভারত ও হিন্দু বিরোধী মন্তব্য করেছিলেন জাইনাব। 

সে সময় যে অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন, তাই এখন জাইনাবের এক্স অ্যাকাউন্ট। সেই পোস্ট হঠাৎ করেই ফিরেছে আলোচনায়। যাতে অস্বস্তিতে পড়েছেন পাকিস্তানি সঞ্চালক। দিল্লির সাইবার সেলে লিখিত অভিযোগ করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। এফআইআরের অনুরোধও করেছিলেন। হিন্দু ভাবাবেগ ও ভারতের বিরুদ্ধে মন্তব্যের কারণেই জাইনাবকে এই দেশ থেকে বিতাড়িত করার দাবিও তুলেছিলেন। বিনীত এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভারত বিরোধী মানুষজন কোনও ভাবেই ভারতে স্বাগত নন।’

ভারতে পা রাখার আগে জাইনাব এক্সেই লিখেছিলেন, ‘উল্টো দিকে যে মিথ্যা বলা হচ্ছে তাতে সব সময় চক্রান্ত থাকে। পার্থক্যের বদলে মিলই বেশি। মাঠে হয়তো প্রতিপক্ষ কিন্তু মাঠের বাইরে বন্ধুত্ব রয়েছে। একই ভাষা, শিল্পের প্রতি ভালোবাসা, বিপুল জনসংখ্যার দেশ। সেই ভারতেই আবার যাচ্ছি আইসিসি বিশ্বকাপ কভার করার জন্য।’ যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপের অভিজ্ঞতা সুখকর হল না জাইনাবের। 

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement