Advertisement

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড়সড় ধাক্কা, এই ৩ ক্রিকেটারকে শাস্তি দিল ICC

Champions Trophy 2025: আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তানি দল। স্বাগতিক দল ছাড়াও এতে রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা আউট। যেখানে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফাইনাল খেলা হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড়সড় ধাক্কা, এই ৩ ক্রিকেটারকে শাস্তি দিল ICCচ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড়সড় ধাক্কা, এই ৩ ক্রিকেটারকে শাস্তি দিল ICC
Aajtak Bangla
  • দুবাই,
  • 13 Feb 2025,
  • अपडेटेड 6:03 PM IST

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এই মাস থেকে পাকিস্তানে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, এবং ফাইনাল খেলা হবে ৯ মার্চ। কিন্তু এর আগেই নিয়ম লঙ্ঘন করতে দেখা গেছে পাকিস্তান দলের তিন তারকা খেলোয়াড়কে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)ও তাকে সাজা দিয়েছে।

আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তানি দল। স্বাগতিক দল ছাড়াও এতে রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা আউট। যেখানে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফাইনাল খেলা হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান দল দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে। এই ম্যাচে ফাস্ট বোলার শাহিন আফ্রিদি, ব্যাটসম্যান কামরান গোলাম ও সৌদ শাকিল নিয়ম লঙ্ঘন করেন।  

আরও পড়ুন

বাভুমার সঙ্গে কামরান ও শাকিলের সংঘর্ষ হয়
আইসিসি আফ্রিদিকে তার ম্যাচের ২৫% কেটে দিয়ে ধারা ২.১২ লঙ্ঘনের জন্য শাস্তি দিয়েছে। প্রকৃতপক্ষে, ম্যাচে আফ্রিকান ব্যাটসম্যান ম্যাথু ব্রেটজকে তার ইনিংসের ২৮তম ওভারে রান নেওয়ার জন্য দৌড়চ্ছিলেন, এমন সময় শাহিন তার পথে আসেন। এমন পরিস্থিতিতে প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়ের সঙ্গে শারীরিক সম্পর্কের জন্য তাকে দোষী সাব্যস্ত করেছে আইসিসি।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক টেম্বা বাভুমাকে ফাঁসানোর জন্য দোষী সাব্যস্ত হয়েছেন কামরান ও শাকিল। ম্যাচের ২৯তম ওভারে রানআউট হন বাভুমা। এ সময় কামরান ও শাকিল বাভুমার কাছে গিয়ে উদযাপন করেন। এ মামলায় দুজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে।

কামরান ও সৌদের ম্যাচ ফি থেকে ১০-১০ শতাংশ কেটে নিয়েছে আইসিসি। তাদের দুজনকেই ২.৫ ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। ম্যাচ ফি কমানোর পাশাপাশি শাহীন, কামরান ও সৌদকেও একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। তিনজনই ম্যাচ রেফারির সামনে তাদের শাস্তি মেনে নেন। এরপর আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

পাকিস্তান তাদের সবচেয়ে বড় টার্গেট তাড়া করেছে
করাচিতে খেলা এই ম্যাচে পাকিস্তানি দল ৬ উইকেটে জিতেছে। ম্যাচে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন মহম্মদ রিজওয়ান। যেখানে সালমান আগা করেছিলেন ১৩৪ রান। এই দুজনের ইনিংসের সুবাদে ৩৫৩ রানের টার্গেট তাড়া করে ইতিহাস গড়েছে পাকিস্তানি দল।

Advertisement

লক্ষ্য তাড়া করতে গিয়ে এটাই ছিল পাকিস্তানি দলের সবচেয়ে বড় জয়। এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। ১৪ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের সাথে এর ফাইনাল খেলা হবে।


 

Read more!
Advertisement
Advertisement