Advertisement

Bangladesh Cricket : বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ICC-র, 'ভারতে খেললে সম্মান থাকবে না', বলছে BCB

ICC T-20 বিশ্বকাপের ম্যাচ ভারতেই খেলতে হবে। বাংলাদেশের দাবি মতো তাদের ভেন্যু পরিবর্তন করা হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিল  ICC। এদিকে বাংলাদেশও নিজেদের সিদ্ধান্ত থেকে এক চুলও সরে আসেনি।

ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ
Aajtak Bangla
  • দিল্লি ও ঢাকা ,
  • 07 Jan 2026,
  • अपडेटेड 9:32 PM IST
  • ICC T-20 বিশ্বকাপের ম্যাচ ভারতেই খেলতে হবে
  • বাংলাদেশের দাবি মতো তাদের ভেন্যু পরিবর্তন করা হবে না

ICC T-20 বিশ্বকাপের ম্যাচ ভারতেই খেলতে হবে। বাংলাদেশের দাবি মতো ভেন্যু পরিবর্তন করা হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিল ICC। এদিকে বাংলাদেশও নিজেদের সিদ্ধান্ত থেকে এক চুলও সরে আসতে নারাজ। তাদের তরফে ফের চিঠি পাঠানো হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে। 

এই বিষয়ে বুধবার সন্ধেবেলা BCB বৈঠকে বসে বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের সঙ্গে। সেখানে লিটন দাসদের নীতি-নির্ধারক সংস্থা জানিয়ে দেয়, তারা খেলোয়াড়দের নিরাপত্তা ও জাতীয় মর্যাদার স্বার্থে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকতে চায়। সরকারের তরফে এই বৈঠকে অংশ নিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনিই সরকার ও BCB-র অবস্থান স্পষ্ট করেন। 

আসিফ নজরুল বলেছেন, 'আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে জাতীয় অবমাননা, খেলোয়াড়দের নিরাপত্তা বা দেশের মর্যাদার মূল্যে নয়। ভারতে খেলা অপমানজনক আমাদের কাছে। সম্মান থাকবে না।' ICC-কে পরোক্ষে আক্রমণও করেন তিনি। জানান, ভারতে খেলা নিয়ে বাংলাদেশের যে সমস্যার কথা বলা হয়েছিল সেই সমস্যার সমাধান করেনি ICC। গুরুতর নিরাপত্তা উদ্বেগেরও যথাযথ সমাধান করা হয়নি। আসিফ জানান, BCB সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজ অথবা কাল ICC-কে ফের চিঠি লিখবেন। সেখানে সমস্যার কথা আবারও তুলে ধরা হবে।

যদিও  বিসিবি চেয়ারম্যান তাঁর বিবৃতিতে বলেছেন, ICC তাঁদের অনুরোধ মেনে নেয়নি, এই সংক্রান্ত যে খবর সামনে আসছে তা ভুয়ো। তিনি বলেন,  'আমার জানা মতে আইসিসি বিসিবিকে চিঠি লিখে আশ্বাস দিয়েছে, ভারতে খেলোয়াড়দের অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। তাই এসব নিয়ে চিন্তা না করে ভারতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।' 

ঘটনার সূত্রপাত বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানকে IPL-থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। BCCI-র সিদ্ধান্ত মোতাবেক ভারতে খেলতে পারবেন না মুস্তাফিজুর। তারপরই BCB ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকার করে।   

Read more!
Advertisement
Advertisement